মারা গেছেন নৃত্য নির্দেশক মাসুম বাবুল। সোমবার (৬ মার্চ) বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর সিদ্দিক বাজারের নিজ বাসায় মৃত্যু হয় তার। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
সংবাদমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান।
জায়েদ খান জানান, সোমবার রাত ১১টার দিকে আজিমপুর গোরস্থানে সমাহিত করা হয় তাকে।
প্রায় দেড় বছর ধরে ক্যানসারে ভুগছিলেন মাসুম বাবুল। ভারতে চিকিৎসা নিয়ে দেশে ফিরলেও অবস্থা বদলায়নি।
অসুস্থ হওয়ার আগে ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’-ছবিতে কাজ করেছেন মাসুম বাবুল। মুক্তির অপেক্ষায় আছে চলচ্চিত্রটি।
চার দশকের ক্যারিয়ারে ‘বেদের মেয়ে জোসনা’, ‘কোটি টাকার কাবিন’, ‘বিক্ষোভ’সহ দেড় হাজারের বেশি ছবির গানে নৃত্য নির্দেশনার দায়িত্বে ছিলেন মাসুম বাবুল। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। তার চলে যাওয়ায় চলচ্চিত্র শিল্পে নেমেছে শোকের ছায়া।