• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ৩০ রমজান ১৪৪৬

বাবা শিখিয়েছেন বিপদে কিভাবে শক্ত থাকতে হয়: সারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০৫:৫৯ পিএম
বাবা শিখিয়েছেন বিপদে কিভাবে শক্ত থাকতে হয়:  সারা
সারা আলি খান। ছবি: সংগৃহীত

সারা আলি খান। বাবা সাইফ আলি খানের ওপর হামলা এখনো ভুলতে পারছেন না মেয়ে।  ঘটনার পরপরই মধ্যরাতে হামলার খবর পান তিনি। হঠাৎ এমন খবরে প্রথমে তিনি বুঝে উঠতেই পারেনননি কী করা উচিত। একের পর এক কল আসতে থাকে তার কাছে। সারার জীবনে এমন রাত আগে কখনো আসেনি।

সম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই ভয়ানক রাতের অভিজ্ঞতা শেয়ার করেন সারা। জানান, ঘটনার পরদিনই তিনি ছুটে গিয়েছিলেন হাসপাতালে বাবাকে দেখতে। কয়েকটা দিন কেটেছে চরম অনিশ্চয়তার মধ্যে।

সাক্ষাৎকারে সারা বলেন, ‘আমি একেবারে ভেঙে পড়েছিলাম। সত্যি বলতে অনেক কিছুই মনে নেই। এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে একরকম পাথরের মতো নিথর হয়ে গিয়েছিলাম। যখন বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই ১৫ থেকে ২০ মিনিট সময়টা যেন একটা গোটা জীবনের মতো লম্বা মনে হচ্ছিল। পরে যখন হাসপাতাল থেকে একটু একটু করে আপডেট পেতে শুরু করলাম, তখন একটু স্বস্তি পেলাম।’

যেদিন বাবাকে হাসপাতাল থেকে হাসিমুখে বের হতে দেখেন, সেদিন কিছুটা শান্তি ফিরে পেয়েছিলেন সারা।

তিনি বলেন, ‘বাবা এমনই। ওনার স্বভাবটাই এমন। চার সন্তানের বাবা হিসেবে ওনাকে তো দেখাতেই হতো যে তিনি একেবারে ঠিক আছেন। বাবা সব সময়ই একজন যোদ্ধা। তিনি কখনও হাল ছাড়েন না। তাই বাবা হিসেবে তিনিই শেখান, কিভাবে শক্ত থাকতে হয়। আমিও এটা বাবার থেকেই শিখেছি।’

চাপের মধ্যেও কীভাবে নিজেকে সামলাতে হয়, তা ভালোভাবেই জানেন সাইফ। সারার কথায়, ‘আতঙ্কের মুহূর্তে বাবা অন্যদের তুলনায় অনেক বেশি স্থির থাকতে পারেন। আর আমি? আমি তো সঙ্গে সঙ্গে আতঙ্কে কেঁদে ফেলি।’

গত ১৬ জানুয়ারি মধ্যরাতে মুম্বইয়ের বাড়িতে ঢুকে পড়েছিল এক দুষ্কৃতী। সাইফ আলি খানের ওপর একের পর এক ছুরিকাঘাত করে সে। পরে তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।

Link copied!