সারা সপ্তাহ কাজের শেষে শুক্রবার সরকারি ছুটি। রাস্তায় এ দিন অনেকটা জ্যাম কম থাকে। তাই সপরিবারে রাজধানীতে চলা বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন দেখে আসতে পারেন।
নিচে থাকছে এরই খোঁজ
মুক্তচিন্তা প্রকাশের পথে প্রতিবন্ধকতাগুলো তুলে ধরতে বাতিঘর মঞ্চস্থ করেছে নাটক ‘মাংকি ট্রায়াল’। মহিলা সমিতি মিলনায়তনে সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চায়িত হবে। ‘মাংকি ট্রায়াল’-এর গল্পটি ১৯২৫ সালে আমেরিকার বহুল আলোচিত মামলা ‘স্কোপস্ মাংকি ট্রায়াল’-এর সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।
এ তো নাটকের খোঁজ। এবার আসা যাক সংগীতে। শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে সকাল ১০টা থেকে শুরু হয়েছে ‘সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা’র জাতীয় পর্যায়ের আসর।
এবার আবৃত্তির খবর। স্টুডিও থিয়েটার মিলনায়তনে ‘শিক্ষাগুরু ওয়াহিদুল হক জয়ন্তী ও সমাবর্তন অনুষ্ঠান’ হচ্ছে ১৬ মার্চ কণ্ঠশীলনের প্রতিষ্ঠাতা ওয়াহিদুল হকের ৯১তম জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে শুক্রবার স্টুডিও থিয়েটার মিলনায়তনে কণ্ঠশীলন আয়োজন করেছে ‘শিক্ষাগুরু ওয়াহিদুল হক জয়ন্তী ও সমাবর্তন অনুষ্ঠান’।
গোলাম সারোয়ারের গ্রন্থনা ও নির্দেশনায় অনুষ্ঠানে আবৃত্তি প্রযোজনা ‘মহীয়সী রোকেয়া’ পরিবেশিত হবে।