• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্পী সমিতিতে বিবাদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩, ১০:১৩ এএম
শিল্পী সমিতিতে বিবাদ

ঢালিপাড়ার শিল্পী সমিতিতে বিবাদ লেগেছে। এ সমিতির নির্বাচিত কমিটি থেকে অভিনেত্রী সুচরিতা ও চিত্রনায়ক রুবেলের সদস্যপদ বাতিল করা হয়েছে। সেই সঙ্গে রোববার (২ এপ্রিল) চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ স্থগিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন শিল্পী সমিতি সংশ্লিষ্ট একটি সূত্র।

সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক গণমাধ্যমকে জানান, “রোববার বিকাল ৪টায় এক জরুরি সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানানো হবে।”

গণমাধ্যম থেকে জানা যায়, ২০২১-২০২৩ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে সুচরিতা কার্যনিবাহী সদস্য হিসেবে নির্বাচিত হন এবং রুবেল সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন। এরপর কার্যনির্বাহী কমিটির পরপর তিন মিটিংয়ে অংশ গ্রহণ করেননি এবং সমিতির উন্নয়নমূলক কোনো কাজে দেখা যায়নি সুচরিতা এবং রুবেলকে। তাদের নোটিশ দেওয়া হলেও দুইজনের কেউই কোনো সাড়া দেননি। তাদের কার্যনির্বাহী কমিটি থেকে বাদ দেওয়ার এটিই প্রধান কারণ।

আরেকটি সূত্র জানায়, জায়েদ খান বিভিন্ন ইউটিউব চ্যানেল ও গণমাধ্যমে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুন আক্তারের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করেন। শিল্পী সমিতি মনে করে, যা সমিতির সংগঠনের ৭(ক) ধারায় ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। যা সমিতির সদস্য হিসেবে কাম্য নয়। এমন অভিযোগের ভিত্তিতে শিল্পী সমিতি জায়েদ খানের সদস্য পদ স্থগিত করতে যাচ্ছে।

Link copied!