সম্প্রতি সুফি সঙ্গীতের রানি আবিদা পারভীনের স্বাস্থ্য নিয়ে অনলাইন দুনিয়ায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। মূলত একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে হুইলচেয়ারে বসে পারফর্ম করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ভক্তদের মাঝে এ উদ্বেগ সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসায় এবার সঙ্গীতশিল্পীর সুস্থাতা নিয়ে ভক্ত ও শ্রদ্ধাভাজনদের আশ্বস্ত করেছে আবিদা পারভিনের টিম।
জানা গেছে, কাতারের দোহায় ন্যাশনাল মিউজিয়ামে ‘মান কুন্তো মাওলা’ পাঠ করছিলেন এ গুণী সঙ্গীতশিল্পী। তখন তিনি একটি হুলচেয়ারে বসে ছিলেন। তার পাঠদান অনেকেই শ্রদ্ধাভরে এবং প্রশংসা সহকারে গ্রহণ করেছিলেন। তবে হুইলচেয়ারে বসে থাকার কারণে ভক্তদের মাঝে তার স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ সৃষ্টি হয়।
ইনস্টাগ্রাম পোস্টে লেখা হয়- উদ্বেগটি তার হুইলচেয়ার ব্যবহারের কারণে এবং আমরা আপনাদের জানাতে চাই যে, ইনশাআল্লাহ, তিনি সুস্থ আছেন। তিনি যে প্রদর্শনীটি দেখছিলেন তার পথ অনেক দীর্ঘ ছিল। এটির একটি অংশে তিনি নিজেই হেঁটে গেছেন, তবে সুবিধার কারণে হুইলচেয়ার ব্যবহার করা হয়েছে।
তার টিম লিখেছে, আপনাদের উদ্বেগ এবং চিন্তা অত্যন্ত প্রশংসনীয়। তবে নিশ্চিত থাকুন, তিনি ভালো আছেন। ধন্যবাদ।
আবিদা পারভীন বিশ্বব্যাপী সুফি সঙ্গীত এবং সঙ্গীতে সুর সৃষ্টিতে তার অবদানের জন্য পরিচিত।