• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আসছে ‘মিকি ১৭’, মৃত্যুর পরও কাজ করবে শরীর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ১১:৫৭ এএম
আসছে ‘মিকি ১৭’, মৃত্যুর পরও কাজ করবে শরীর
অভিনেতা রবার্ট প্যাটিনসন। ছবি: সংগৃহীত

হলিউডের বহুল প্রত্যাশিত সিনেমা ‘মিকি ১৭’ মুক্তি পেতে যাচ্ছে আগামী বছরের ১৮ এপ্রিল। পারাসাইট পরিচালক বং জুন-হো এটি পরিচালনা করছেন। ব্যাটম্যান তারকা রবার্ট প্যাটিনসন বড়পর্দায় ফিরছেন সায়েন্স ফিকশনের চরিত্র হয়ে।

সিনেমাটি এমন একটি ভবিষ্যতের গল্পে নির্মিত হচ্ছে, যেখানে ক্লোনিং সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যখন একজন ব্যক্তি মারা যান তখন তার সব স্মৃতি অক্ষত রেখে নতুন একটি শরীর তৈরি করা হয়। সেই শরীর দিয়ে মৃত ব্যক্তি কাজ চালিয়ে যেতে পারেন।

তবে জটিলতা সৃষ্টি হয় যখন প্যাটিনসনের চরিত্র মিকির দুটি কপি একসঙ্গে উপস্থিত হয়ে যায়। তারা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। অনুমান করাই যায় বেশ মজাদার গল্প হতে যাচ্ছে ‘মিকি ১৭’। তাই প্যাটিনসনের ভক্তরাও সিনেমাটি নিয়ে বেশ আগ্রহী হয়ে আছেন।

ভ্যারাইটি রিপোর্ট করেছে, ‘মিকি ১৭’ এর প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রস মুক্তির নতুন তারিখ ঘোষণা করেছে। তাদেরই আরেকটি সিনেমা মাইকেল জ্যাকসনের বায়োপিক ১৮ এপ্রিল মুক্তির কথা ছিল। সেটির তারিখ পরিবর্তন করে ৩ অক্টোবরের দিকে সরিয়ে নেওয়া হয়েছে। তাই ১৮ এপ্রিল তারিখটি ফাঁকা থাকায় সেখানে যুক্ত করা হয়েছে ‘মিকি ১৭’- এর নাম।

ওয়ার্নার ব্রস- এর এক মুখপাত্র জানিয়েছেন, ‘১৮ এপ্রিলের তারিখটি পাওয়া যাচ্ছে বলে আমরা দ্রুত এটি ‘মিকি ১৭’- এর জন্য নিশ্চিত করেছি। আমরা নতুন তারিখটি নিয়ে খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত’। প্যাটিনসন ছাড়াও ‘মিকি ১৭’ ছবিতে অভিনয় করেছেন নাওমি অ্যাকি, স্টিভেন ইয়ুন, টোনি কলেট এবং মার্ক রাফালো।

Link copied!