• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

কোক স্টুডিও বাংলা ও নচিকেতার কনসার্ট দেখাবে টফি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩, ১২:২৩ পিএম
কোক স্টুডিও বাংলা ও নচিকেতার কনসার্ট দেখাবে টফি
কোক স্টুডিও বাংলা ও নচিকেতার কনসার্ট দেখাবে টফি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে হতে চলেছে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনের কনসার্ট। শুক্রবার (১০ নভেম্বর) এ কনসার্টে এই সিজনের জনপ্রিয় গানগুলোর মাধ্যমে দর্শকদেরে একটি জাদুকরী সময় উপহার দিতে প্রস্তুতির কোনো কমতি রাখছে না আয়োজকরা। অন্যদিকে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার‍’ শিরোনামে ঢাকা মাতাতে আসছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। অনুষ্ঠান দুটি দেশের ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে উপভোগ করতে পারবেন দর্শকেরা। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন টফির মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহম্মদ আবুল খায়ের চৌধুরী।

মুহম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, “টফি-তে, আমরা ব্যবহারকারীদের বিনোদনের অভিজ্ঞতা আরও উপভোগ্য করতে  কন্টেন্টে বৈচিত্র্য আনার চেষ্টা করি। সেই ধারবাহিকতায় কনসার্ট দুটি সরাসরি সম্প্রচার করবে টফি। আমরা আশা করি, এই উদ্যোগের মাধ্যমে সারা দেশের দর্শকরা তাদের ঘরে বসেই আকর্ষনীয় লাইভ মিউজিক পারফরমেন্স উপভোগ করতে পারবেন। বিনোদনের অভিজ্ঞতাকে অনন্য উচ্চতায় উন্নীত করতে আমরা আশাবাদী।” টফি বিভিন্ন ধরনের সুবিধা প্রদানের মাধ্যমে ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। আরও বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন

এদিকে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনের কনসার্টে মমতাজ, অর্ণব, লালন ব্যান্ডের সুমি, বাপ্পা মজুমদার, প্রীতম হাসান, ইমন চৌধুরীসহ কোক স্টুডিও বাংলার সিজন ২-এর বেশ কজন শিল্পী। তাদের সাথে পারফর্ম করবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঞ্চে আরও থাকছে হাতিরপুল সশেনস-এর পরিবেশনা।  

এছাড়াও ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’ শীর্ষক এই আয়োজনে আগামী ১০ নভেম্বর রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে (কেআইবি) গান গাইবেন নচিকেতা। 

Link copied!