• ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ১৯ শাওয়াল ১৪৪৬

বাংলা প্রিমিয়ারে শিশুতোষ সিনেমা ‘ডোয়ার্ফস লং নোজ’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ০৩:২৯ পিএম
বাংলা প্রিমিয়ারে শিশুতোষ সিনেমা ‘ডোয়ার্ফস লং নোজ’
ছবি: সংগৃহীত

বাংলা প্রিমিয়ারে আসছে  শিশুতোষ সিনেমা ‘ডোয়ার্ফস লং নোজ’। দুরন্ত টিভির বাংলা প্রিমিয়ারে সিনেমাটি প্রচার হবে শুক্রবার  (১১ এপ্রিল) সকাল ১০টায়।

গল্পে দেখা যাবে, ১১ বছরের ছোট ছেলে জেকব। সে তার মাকে বাজারে সবজি বিক্রি করতে সাহায্য করে। একদিন এক বামন ডাইনি তার মায়ের দোকানে এসে সব লণ্ডভণ্ড করে দিতে থাকে। 

রেগে গিয়ে জেকব ডাইনির সাথে খারাপ ব্যবহার করে। ডাইনি সবজি কেনার বাহানায় জেকবকে নিয়ে যায় নিজের আস্তানায়। রান্না শেখানোর লোভ দেখিয়ে সে জাদু দিয়ে জেকবকে বামন বানিয়ে দেয়। এমনই এক মজার গল্পে শিশুতোষ সিনেমা ‘ডোয়ার্ফ’স লং নোজ’।

 

Link copied!