সার্টিফিকেশন সনদ পেল প্রায় দুই বছর ধরে আটকে থাকা সিনেমা ‘অন্যদিন...’। সিনেমাটি নির্মাণ করেছেন কামার আহমাদ সাইমন । বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দীন সার্টিফিকেশন সনদের বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৩ সালের মে মাসে সিনেমাটি সেন্সর বোর্ডে (বর্তমানে সার্টিফিকেশন বোর্ড)। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ, রাজনীতি নিয়ে প্রশ্ন তোলায় ছবিটি নিয়ে আপত্তি তুলেছিল বিগত সরকার। এরপর থেকে ছবিটি আটকে ছিল।
রাজনৈতিক পটপরিবর্তনের পর সেন্সর বোর্ডের ইতি ঘটিয়ে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আটকে থাকা সিনেমা নিয়ে সংবাদ মাধ্যমে নিউজ প্রকাশের পর সার্টিফিকেশন বোর্ড ছবিটিকে মুক্তির ছাড়পত্র দিল।
কামার আহমাদ সাইমন বলেন, ‘রাজনীতি বাদে শিল্প মানে ভণ্ডামি। যদিও মানুষের সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না, তবু এই খবরে আমার মনে হচ্ছে, আজকে গুমঘর থেকে মুক্তি পেল “অন্যদিন…”।
২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশন সিনফন্দেশিওনের ছবি ‘অন্যদিন…’ এবার বাংলাদেশের দর্শকের সামনে আসছে। শিগগিরই ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানালেন নির্মাতা।
‘অন্যদিন…’ ছবির জন্য ২০১৬ সালে লোকার্নোর পিয়াতজা গ্রান্দায় বাংলাদেশের প্রথম কোনো নির্মাতা হিসেবে ‘ফিচারড ডিরেক্টর’–এর সম্মাননা পান কামার আহমাদ সাইমন, সেই সঙ্গে ফ্রান্স থেকে আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজও পেয়েছেন।
২০২১ সালে বিশ্বের প্রথম সারির উৎসবগুলোর অন্যতম প্রধান ইডফার মূল প্রতিযোগিতায় আমস্টারডামের তুসান্সকি থিয়েটারে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির। ২০২২ সালে উত্তর আমেরিকার অন্যতম উৎসব ক্যামডেন থেকে শ্রেষ্ঠ ফিচার ছবির জন্য হ্যারেল অ্যাওয়ার্ডসহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে সিনেমাটি।