পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের তারকাশিল্পীরা। টেস্ট সিরিজে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের পর দ্বিতীয় দেশ হিসেবে পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করলেন বাংলার টাইগাররা। এই অনন্য জয়ে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমী তারকারাও। দেশের ঐতিহাসিক বিজয়ে অনেকেই আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন সামাজিক মাধ্যম ফেসবুকে।
ক্রিকেটারদের বিজয়োল্লাসের ছবি শেয়ার করে জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ লিখেছেন, ‘বাংলাদেশের ঐতিহাসিক জয়। পাকিস্তানকে ধবলধোলাই।
ওয়েলডান টাইগারস।’
এ ছাড়া আজমেরী হক বাঁধন, শাহনাজ খুশি, ইরফান সাজ্জাদসহ আরো অনেক অভিনয়শিল্পী, গায়ক-গায়িকা, নির্মাতা ছবি ও মন্তব্যে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন।
অভিনেত্রী শবনম বুবলী ফেসবুকে লিখেছেন, ‘অভিনন্দন বাঘের দল। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক প্রথম টেস্ট সিরিজ জয়।’
অভিনেত্রী জাকিয়া বারী মম তাঁর অনভূতি ব্যক্ত করলেন চার শব্দে, ‘বাংলা ধোলাই। অভিনন্দন বাংলাদেশ।’
অভিনেতা রওনক হাসান মন্তব্য করেছেন, ‘অবিশ্বাস্য অনুভূতি! ১৯৯৭-এর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আনন্দ পাচ্ছি।
‘ছুঁয়ে দিলে মন’ নির্মাতা শিহাব শাহীন লিখেছেন, ‘কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। অদ্ভুত! অসাধারণ! সাবাশ বাংলাদেশ।’
’
অভিনেতা জিয়াউল হক পলাশ লিখেছেন, ‘পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ২-০-তে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়। অভিনন্দন প্রিয় বাংলাদেশ।’
পাকিস্তানের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের ইতিহাস গড়েছেন শান্ত-মুশফিকুর রহিমরা। প্রথম টেস্টে ১০ উইকেটে জয়ের পর দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ।