• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ৩০ রমজান ১৪৪৬

ওরির বিরুদ্ধে মামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ০২:২৬ পিএম
ওরির বিরুদ্ধে মামলা
ইনফ্লুয়েন্সার ওরহান আওয়াত্রামানি ওরি। ছবি: সংগৃহীত

জনপ্রিয়  ফ্যাশন স্টাইলিস্ট, কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরহান আওয়াত্রামানি ওরির বিরুদ্ধে মদ্যপানের অভিযোগে মামলা করা হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বি-টাউনের ওরি এবং তার সাতজন সঙ্গীর বিরুদ্ধে বৈষ্ণোদেবীর মন্দিরের কাছে মদ্যপানের অভিযোগে মামলা করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ।

সোমবার (১৭ মার্চ) কাটরায় মদ্যপান নিষিদ্ধ একটি অঞ্চলে সঙ্গীদের নিয়ে মদ্যপানের অভিযোগে ওরির বিরুদ্ধে এফআইআর দায়ের করে রাজ্য পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সোশ্যালাইট ইনফ্লুয়েন্সার ওরি সঙ্গীদের নিয়ে কাটরার একটি হোটেলে বসে মদ্যপান করছিলেন। এই অভিযোগে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। 

ওরি ছাড়াও অভিযুক্তদের মধ্যে রয়েছেন রাশিয়ান নাগরিক আনাস্তাসিলা আরজামাস্কিনা। তিনি ওরি ও তার বন্ধুদের সঙ্গে কাটরায় ছিলেন। এ ঘটনায় কাটরা থানায় এফআইআর (নং ৭২/২৫) দায়ের করা হয়েছে। এতে ওরি, দর্শন সিং, পার্থ রায়না, ঋত্বিক সিং, রাশি দত্ত, রক্ষিতা ভোগল, শাগুন কোহলি ও আরজামাস্কিনাকে প্রাথমিকভাবে অভিযুক্ত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ লঙ্ঘন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ উঠেছে, কাটরাজ কটেজ স্যুট এলাকায় দলটি মদ্যপান করেছিল। সেখানে আমিষ খাবার ও নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে কঠোর নিয়ম রয়েছে। জায়গাটি হিন্দু ধর্মের অন্যতম পবিত্র একটি তীর্থস্থান বৈষ্ণো দেবী মন্দিরের কাছাকাছি অবস্থিত।

রিয়াসি পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘বিষয়টি তদন্তের জন্য এসপি কাটরা, ডেপুটি এসপি কাটরা ও এসএইচ ও কাটরার তত্ত্বাবধানে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। ওরি-সহ সব অভিযুক্তকে নোটিশ পাঠানো হবে। নোটিশে তাদের তদন্তে যোগদানের নির্দেশ দেয়া হবে। কেউ আইন লঙ্ঘন করবে, বিশেষ করে ধর্মীয় স্থানে মদ্যপান বা মাদক সেবনের মতো কর্মকাণ্ডে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

Link copied!