বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই রাজিব সেনের সঙ্গে ঘর বেঁধেছিলেন টেলিভিশন অভিনেত্রী চারু আসোপা। এ সংসারে তাদের একটি কন্যাসন্তান রয়েছে। কিন্তু গত জুন মাসে দাম্পত্য-জীবনের ইতি টানেন তারা। বিচ্ছেদের পর থেকে রাজস্থানে বাবা-মায়ের সঙ্গে ছিলেন চারু। কিন্তু ফের মুম্বাইয়ে ফিরে বিপাকে পড়েছেন এই অভিনেত্রী। সিঙ্গেল মাদার হওয়ায় বাড়ি ভাড়া পাচ্ছেন না।
খবরটি প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া ।
সুস্মিতার ভাইয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ পর থেকে মেয়ে জিয়ানাকে নিয়ে একা থাকেন চারু। হিন্দি সিরিয়ালে কাজ করেন। তা সত্ত্বেও মুম্বই শহরে একটা ঘরভাড়া পাচ্ছেন না। বাড়িভাড়া পেতে নাকি প্রয়োজন পুরুষের নাম, না হলে মুম্বাইয়ে মিলছে না ভাড়া। সম্প্রতি গাড়ির মধ্যে কান্নায় ভেঙে পড়েন চারু।
চারু তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, গাড়িতে বসে কাঁদছেন অভনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘আমাদের সমাজে একজন নারী যাই করুক না কেন, তার চিন্তাধারার কোনো পরিবর্তন হয় না। আজও নারীকে বাড়ি ভাড়া দেওয়ার আগে দেখা হয়, তার সঙ্গে কোনো পুরুষের নাম যুক্ত আছে কি না! যদি না থাকে তবে তাকে বাড়ি ভাড়া দেওয়া হয় না।’’
নিজের অভিজ্ঞতা জানিয়ে চারু বলেন, ‘‘যারা বাড়ি ভাড়া দিতে রাজি নয়, তারাই বাইরে গিয়ে নারীর ক্ষমতায়নের নামে বড় বত বক্তৃতা দেয়। আজকে আবার সমাজে আমাকে বাড়ি ভাড়া দিতে অস্বীকার করেছে। কারণ আমি সিঙ্গেল মা। যে দেশে নারীদের পূজা করা হয়, সেখানে নারীদের এই অবস্থা।’’
সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশের পর থেকে বিষয়টি চর্চায় পরিণত হয়েছে। নারীর মানসিকতা নিয়ে সমালোচনা করছেন। অনেকে চারুকে সান্ত্বনা দিয়েছেন।
২০১৯ সালে রাজিবের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন চারু। ২০২১ সালের পয়লা নভেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় এক কন্যাসন্তান।
একসময় রাজিবের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন চারু। অন্যদিকে চারুর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ করেন রাজিব। এসব নিয়ে কাদা ছোড়াছুড়ি কম হয়নি।
অভিনয় ক্যারিয়ারে চারু অনেক জনপ্রিয় ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। নাম লেখিয়েছেন বড় পর্দায়ও। মূলত, সহঅভিনেতার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ানোর অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে করেছিলেন রাজিব। আর তার প্রমাণ চারুর মায়ের কাছ থেকে পেয়েছেন বলেও দাবি করেছিলেন তিনি।