• ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ২ শাওয়াল ১৪৪৬

নানাকে খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী হিমি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৫:৫৪ পিএম
নানাকে খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী হিমি
নানা রহমত উল্লাহ, অভিনেত্রী হিমি

ছোটপর্দার প্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি তার নানাকে খুঁজে পাচ্ছেন না। সোমবার (১৭ নভেম্বর) মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি থেকে তিনি হারিয়ে গেছেন। তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। নানা রহমত উল্লাহ খানকে খুঁজে পেতে ফেসবুকে একটি পোস্টও করেছেন এই হিমি।

অভিনেত্রী বলেন, ‘আমার নানার ভুলে যাওয়ার অসুখ আছে। খুব কমন বিষয়গুলোও তিনি ভুলে যান। আজ সকাল থেকে উনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভোরে নামাজ পড়তে বাসা থেকে বের হন তিনি। গ্রামের বাড়ি ও মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি এলাকাজুড়ে মাইকিং করা হয়েছে। কিন্তু এখনও তার সন্ধান পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘নানার বয়স ৮২ বছর। তিনি গ্রামেই থাকেন। প্রায়ই ফজরের নামাজ শেষ করে তিনি মামার বাসায় যান। আমরা ভেবেছিলাম, আজও সেখানে গিয়েছেন। কিন্তু বেলা বাড়ার পর খোঁজ নিয়ে জানতে পারি, তিনি সেখানে যাননি। এরপরই আমরা চারদিকে খোঁজ নেওয়া শুরু করি।’

হিমি জানান, স্থানীয় থানায় যোগাযোগও করা হয়েছে। যে, যার জায়গা থেকে অনুসন্ধান চালাচ্ছেন। যদি কেউ সন্ধান পান তাহলে ০১৮১৯২৯৫০৪৭ নম্বরে যোগাযোগ করা অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী। 

Link copied!