• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ভারতে রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বয়কটের ডাক!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৫:৩০ পিএম
ভারতে রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বয়কটের ডাক!
রেজওয়ানা চৌধুরী বন্যা। ছবি: সংগৃহীত

দুই দেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যে বাংলাদেশের সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বয়কটের ডাক উঠেছে পশ্চিমবঙ্গে। এ নিয়ে সামাজিক মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যগ্রামের সুভাষ ময়দানে ২৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পরিবেশ সচেতনতার মেলা। সেই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে থাকার কথা রয়েছে বন্যার। কিন্তু তাকে অনুষ্ঠান করতে দিতে নারাজ মধ্যমগ্রামের নাগরিক সমাজের একাংশ।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারা পৌরসভার কাছে আবেদন করেছেন, যাতে বন্যাকে অনুষ্ঠান করতে দেওয়া না হয়।

শুধু এখানেই শেষ নয়, মধ্যমগ্রাম নাগরিক সমাজ জানিয়েছে, যদি বন্যা অনুষ্ঠানে উপস্থিত থাকেন, তাহলে পরিবেশ মেলা তারা বয়কট করবেন।

মধ্যগ্রাম নাগরিকবৃন্দ নামের একটি ফেসবুক গ্রুপে বিষয়টি নিয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে। ভাইরাল হওয়া সেই পোস্টে লেখা হয়েছে, “একজন ভারতীয় নাগরিক হিসেবে মধ্যমগ্রাম পুরসভার কাছে আবেদন জানাচ্ছি আগামী ২৮ ডিসেম্বর মধ্যমগ্রাম পরিবেশ মেলায় বাংলাদেশের এই শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গান পরিবেশনা অবিলম্বে বাতিল করা হোক। বাংলাদেশের কোন শিল্পীকে দয়া করে কোনো অনুষ্ঠান করতে দেবেন না।”

গ্রুপের অ্যাডমিন রূপক দে বলেন, “আমাদের দেশের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে। এমন পরিস্থিতিতেও বাংলাদেশের কোনো শিল্পী প্রতিবাদ করছেন না। আমাদের কাছে জাতীয়তাবোধ আগে। তাই আমরা বাংলাদেশের শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীতানুষ্ঠান নিয়ে আপত্তি জানিয়েছি।”

Link copied!