ব্যস্ত আসিফ, চেনা ছন্দে ফিরেছেন শিল্পী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ১১:১৫ এএম
ব্যস্ত আসিফ, চেনা ছন্দে ফিরেছেন শিল্পী
সংগীতশিল্পী আসিফ আকবর। ছবি: ফেসবুক থেকে

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। নিজের দীর্ঘ ক্যারিয়ারে অগণিত শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেই শুরু থেকে এখন পর্যন্ত দেশ ও দেশের বাইরে বিশাল ফ্যানবেজ রয়েছে আসিফের। কিন্তু বিদেশে গাইতে পারলেও গত সরকারের আমলে দেশের অনুষ্ঠানে গাইতে দেয়া হয়নি এ শিল্পীকে।

১৬ বছর হলো বিটিভি, শিল্পকলাসহ বিভিন্ন সরকারি কিংবা বড় মাপের অনুষ্ঠানগুলোতে আসিফ আকবরকে কালো তালিকাভুক্ত করা হয়। যার ফলে তিনি নিজের মতো করে গান গাইতে পারেননি । 

এদিকে স্বৈরাচার সরকারের বিদায়ের পর থেকে ধীরে ধীরে চেনা ছন্দে ফিরছেন আসিফ। চলতি ডিসেম্বরেই বেশ কিছু বড় অনুষ্ঠানের মাধ্যমে স্বরূপে ফিরছেন এ গায়ক। বিজয় দিবসে মানিক মিয়া এভিনিউয়ে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক দেশের সবচেয়ে বড় এই কনসার্টে দর্শক মাতিয়েছেন আসিফ। এদিন তার গানে মেতেছিল উপস্থিত হাজারো শ্রোতা চ্যানেলের লাইভের কারণে অগণিত আসিফ ভক্ত উপভোগ করার সুযোগ পেয়েছেন এটি। 

এদিন দীর্ঘ সময় পর বিজয়ের কনসার্টে আরও গান গেয়েছেন বেবী নাজনীন ও মনির খান। অন্যদিকে এ মাসেই আসিফ আকবরের আরও বড় মাপের বেশ কিছু কনসার্টে অংশ নেয়ার কথা রয়েছে। এর মধ্যে জানা গেছে, বিপিএল এর সিলেট পর্বের অনুষ্ঠানেও গাওয়ার কথা তার। পাশাপাশি আরও একটি কনসার্টেও গাওয়ার কথা রয়েছে তার। মধ্যে দু’দিনের জন্য লন্ডন গিয়েও একটি শোতে অংশ নেবেন আসিফ।

এদিকে নতুন বছরেও দেশের বড় মাপের কনসার্টগুলোতে অংশ নেয়ার কথা রয়েছে এ সংগীত তারকার। 

আসিফ আকবর বলেন, আমি সব সময় বলে থাকি আমি শ্রোতাদের শিল্পী। তাদের জন্যই আমি আসিফ হয়েছি। কিন্তু গত ১৫ বছর আমাকে গান করতে দেয়া হয়নি। এখন অনেকটা সময় চলে গেছে। অনেক প্রস্তাবও আসছে। তবে আমি গেয়ে যাবো আমার শ্রোতাদের জন্য, যতদিন সুস্থ থাকি। যতদিন তারা চান। তারই ধারাবাহিকতায় এ শোগুলোর শিডিউল করেছি।

Link copied!