যেসব হলে চলছে বুসান জয়ী ‘বলী’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৩:২৪ পিএম
যেসব হলে চলছে বুসান জয়ী ‘বলী’
চলচ্চিত্র বলীর একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে প্রশংসা কুড়ানোর পর এবার দেশের সিনেমা হলে মুক্তি পেল ইকবাল হোসেন চৌধুরী পরিচালিত চলচ্চিত্র ‘বলী’।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশের হলে সিনেমাটি মুক্তি পেল৷ নির্মাতাসূত্রে জানা গেছে, রাজধানীসহ দেশের আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

স্টার সিনেপ্লেক্স- বসুন্ধরা-পান্থপথ, স্টার সিনেপ্লেক্স- বালি আরকেড, চট্টগ্রাম, ব্লক বাস্টার সিনেমাস- যমুনা ফিউচার পার্ক, ম্যাজিক মুভি থিয়েটার-উত্তরা, দিয়াবাড়ি, গ্রান্ড রিভার ভিউ সিনেপ্লেক্স – রাজশাহী, লায়ন সিনেমাস- কেরানীগঞ্জ, সিনেস্কোপ সিনেপ্লেক্স– নারায়ণগঞ্জ এবং মম ইন- বগুড়াতে দেখা যাচ্ছে বলী।

২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ‘বলী’ সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন মর্যাদাপূর্ণ উৎসবে প্রদর্শিত হয়েছে। সর্বশেষ, এটি ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে মনোনীত ও প্রদর্শীত হয়।

চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলের ঐতিহ্যবাহী কুস্তি খেলা ‘বলী’কে কেন্দ্র করে গড়ে ওঠা এক অনন্য কাহিনী নিয়ে নির্মিত এই ছবি। পরিচালকের বাড়িও চট্টগ্রামে।

২০২১ সালে বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত ‘বলী’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এছাড়াও, অভিনয় করেছেন প্রিয়ম আর্চি, এ কে এম ইতমাম ও অ্যাঞ্জেল নূর।

 

Link copied!