এক সময়ের জনপ্রিয় মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। অনেকদিন ধরেই অভিনয়ে অনিয়মিত তিনি। সম্প্রতি ‘সোনার সিন্দুক’ নামের এক ধারাবাহিকে কাজ করলেন। এই নাটকে মৌকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। নাটকটি বাংলাদেশ টেলিভিশনের হীরকজয়ন্তীতে প্রচারিত হবে।
অভিনয় নিয়ে মৌ বলেন, “আমার তো আসলে সেভাবে নিয়মিত নাটকে অভিনয় করা হয় না। হঠাৎ করে গল্প ভালো লাগায় কিছুদিন আগে চয়নিকা চৌধুরী পরিচালিত একটি নাটকের শুটিং করেছি, যেটি আগামী ঈদে প্রচারিত হবে। এর মধ্যে “সোনার সিন্দুক” নাটকের প্রস্তাব পাই।”
‘সোনার সিন্দুক’ নাটকে কাজের অভিজ্ঞতা নিয়ে মৌ বলেন, “আমার সহশিল্পীরা সবাই বেশ আন্তরিক ছিলেন। সহশিল্পী যদি নিবেদিত থাকেন, তখন পুরো কাজটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। একটা সময় বুলু ভাইয়ের (চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলু) সঙ্গে নিয়মিত কাজ করা হতো। মাঝে অনেক দিন করা হয়নি। এই নাটকের মাধ্যমে আবার একত্রে কাজ করা সুযোগ হয়েছে।”
আলী ইমরানের রচনায় ও আনোয়ার হোসেন বুলুর চিত্রগ্রহণে নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। ২৫ ডিসেম্বর রাত ৯টা ৫ মিনিটে বিটিভিতে প্রচারিত হবে এই নাটক।
মৌ ছাড়া ‘সোনার সিন্দুক’ নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন গোলাম কিবরিয়া তানভীর, ফারুক আহমেদ, মাসুদ রানা মিঠু, ওবায়দুর রহমান, আজম খান, অপর্ণা চৌধুরী প্রমুখ।