ভারত ভ্রমণের অংশ হিসেবে কলকাতায় এসেছিলেন কানাডার রকশিল্পী ব্রায়ান অ্যাডামস। এসেই কনসার্ট করেন তিনি। রোববার (৮ ডিসেম্বর) তিনি কলকাতায় সুরের মূর্চ্ছনায় ভাসিয়েছেন। যার রেশ এখনো কলকাতায় রয়েছে। কনসার্টে ছিল উপচেপড়া ভিড়। ব্রায়ানের সুরের জাদুতে যেন কলকাতা বুঁদ।
এদিকে, কলকাতায় উন্মাদনায় মুগ্ধ রক সম্রাট ব্রায়ানও। এই শহরে প্রথমবার পা রেখে কানাডিয়ান গায়ক জানিয়েছেন, এটা তার কাছে অবিস্মরণীয় এক অভিজ্ঞতা। ব্রায়ান বলেন, “এই শহরের প্রতিটা কনসার্ট কি এমন হয়? এতো ভালো ক্রাউড? তাহলে তো আবার আসতে হবে দেখছি।”
অনুষ্ঠানের পরে ব্রায়ান অ্যাডামস কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন। সেই অভিজ্ঞতা ইনস্টাগ্রামে শেয়ার করেন এই গায়ক।