• ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১, ৮ শাওয়াল ১৪৪৬

বলিউড তারকার হলিউড অভিষেক নিয়ে জল্পনা তুঙ্গে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০৩:৩২ পিএম
বলিউড তারকার হলিউড অভিষেক নিয়ে জল্পনা তুঙ্গে
রণবীর কাপুর, জেমস বন্ড। ছবি: কোলাজ

অভিনয় ও বিভিন্ন ঘরানার ছবিতে পারদর্শিতার জন্য দর্শকদের মুগ্ধ করে এসেছেন। এবার তিনি নাকি প্রস্তুতি নিচ্ছেন হলিউডে বড় পরিসরে পা রাখার। অভিনয়ের বহুমাত্রিকতা ও বিপুল জনপ্রিয়তার জন্য পরিচিত রণবীরের হলিউড যাত্রা নিয়ে ইতোমধ্যেই উত্তেজনার সৃষ্টি হয়েছে ভক্তদের মধ্যে।

বলিউডে ‘অ্যানিমাল’ ছবির বিশাল সাফল্যের পর রণবীর বর্তমানে একাধিক আলোচিত প্রজেক্টে যুক্ত রয়েছেন। এর মধ্যে রয়েছে ‘অ্যানিমাল পার্ক’-এর সিক্যুয়েল, ঐতিহাসিক ছবি ‘রামায়ণ’ যেখানে তিনি রামের চরিত্রে অভিনয় করছেন, এবং ‘লাভ অ্যান্ড ওয়ার’ নামের একটি বড় বাজেটের ছবি, যেখানে তার সঙ্গে আছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল।

এবার টেলিচক্কর-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রণবীর কাপুর নাকি আন্তর্জাতিক পরিসরে আলোচনায় এসেছেন জনপ্রিয় ‘জেমস বন্ড’ ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে। প্রতিবেদন অনুযায়ী, অ্যাকশনধর্মী ব্লকবাস্টার নির্মাতা মাইকেল বের পরিচালনায় তৈরি হতে চলা নতুন বন্ড ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য রণবীরের নাম বিবেচনা করা হচ্ছে।

নতুন জেমস বন্ড ছবি একটি সৃজনশীল পুনর্গঠনের অংশ হিসেবে তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে, যার মাধ্যমে এই বহুল জনপ্রিয় সিরিজটিকে এক নতুন দিকে নিয়ে যাওয়া হবে। গুঞ্জন রয়েছে, এটি হতে পারে একটি প্রিকুয়েল—সম্ভবত ১৯৫০ বা ১৯৬০-এর দশকে সেট করা যা সাম্প্রতিক বন্ড ছবির আধুনিক সময়ের পটভূমি থেকে একেবারে আলাদা।

‘নো টাইম টু ডাই’ ছবিতে জনপ্রিয় চরিত্র পালোমা হিসেবে যিনি অভিনয় করেছিলেন, সেই আনা দে আরমাসকেও আবার দেখা যেতে পারে এই ছবিতে। পাশাপাশি ব্রিটিশ অভিনেতা চিউয়েটেল ইজিওফোর-এর নামও শোনা যাচ্ছে সম্ভাব্য অভিনয়শিল্পীদের তালিকায়।

নির্মাণকাজ শুরু হতে পারে ২০২৫ সালের জুন মাসে, তবে রণবীর কাপুরের সংশ্লিষ্টতা নিয়ে এখনো পর্যন্ত তার টিম বা মাইকেল বের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবু খবরে ইতোমধ্যেই বলিউড ও হলিউডের ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

যদি এটি নিশ্চিত হয়, তাহলে এটি রণবীর কাপুরের ক্যারিয়ারে এক ঐতিহাসিক মোড় নিয়ে আসবে। বলিউড থেকে হলিউডে সফল রূপান্তরের পথ ধরতে তিনি পা রাখতে পারেন সেই অল্পসংখ্যক অভিনেতার তালিকায়, যারা বিশ্বদরবারে নিজেদের পরিচিতি প্রতিষ্ঠা করতে পেরেছেন। জেমস বন্ড ছবির মতো এক আন্তর্জাতিক ব্লকবাস্টারে অভিনয় তাকে বৈশ্বিক দর্শকের সামনে নতুনভাবে উপস্থাপন করবে এবং তার বহুমুখী প্রতিভাকে আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করবে।

বলা হচ্ছে, আসন্ন বন্ড ছবিতে দেখা যেতে পারে এখন পর্যন্ত সবচেয়ে কমবয়সি জেমস বন্ডকে। সেই প্রেক্ষাপটে অনেকে এখন কৌতূহলী যে রণবীর কাপুর এই নতুন রূপে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ঠিক কীভাবে মানানসই হবেন।

যদিও এখনো পর্যন্ত রণবীর কাপুর কিংবা মাইকেল বের পক্ষ থেকে এই খবরের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি, তবে বলিউড তারকার হলিউড অভিষেক নিয়ে জল্পনা-উৎসাহ তুঙ্গে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আনুষ্ঠানিক ঘোষণা শোনার জন্য, যেখানে তারা প্রিয় তারকাকে আন্তর্জাতিক পর্দায় দেখতে পাবেন এক নতুন রূপে।

Link copied!