• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

১২০ কোটি টাকা কর দিলেন অমিতাভ, আয় কত শাহেনশার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ০৩:২৪ পিএম
১২০ কোটি টাকা কর দিলেন অমিতাভ, আয় কত শাহেনশার
অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত

অমিতাভ বচ্চন। বলিউডের শাহেনশা তিনি। রুপালি পর্দায় কয়েক দশক ধরে একচ্ছত্র আধিপত্য এই নায়কের। তিনি ভারতের শীর্ষ করদাতাদের মধ্যে অন্যতম। এবছরও ১২০ কোটি কর দিলেন নিজের আয় থেকে।

সংবাদ মাধ্যম পিঙ্কভিলার একটি নতুন রিপোর্ট অনুসারে, ২০২৪-২৫ অর্থ বর্ষে অমিতাভের আয় দাঁড়িয়েছে ৩৫০ কোটি টাকা। আর সেই আয় থেকে তিনি কর প্রদান করেছেন ১২০ কোটি টাকা। প্রতিবেদন অনুসারে, অমিতাভ ২০২৪/২০২৫ আর্থিক বছরের জন্য ৩৫০ কোটি টাকা আয় করায় সেই আয়ের উপর ভিত্তি করে তাঁকে কর দিতে হয়েছে ১২০ কোটি টাকা।

সূত্রের খবর অনুসারে, ২০২৫ সালের ১৫ মার্চ অগ্রিম করের শেষ কিস্তি ৫২.৫০ কোটি টাকা জমা দেন অমিতাভ। জানা গেছে, অমিতাভের আয়ের অন্যতম উৎস হল ফিল্ম প্রজেক্ট, এনডোর্সমেন্ট ডিল এবং জনপ্রিয় গেম শো কৌন বনেগা ক্রোড়পতির হোস্টিং করা।

অমিতাভ বচ্চন বর্তমানে জনপ্রিয় টিভি কুইজ শো কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) ১৬-এর সঞ্চালনা করছেন । অমিতাভকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘ভেট্টাইয়া’ ও ‘কল্কি ২৮৯৮ এডি’ চলচ্চিত্রে। ভেট্টাইয়াতে তাকে রজনীকান্তের সঙ্গে দেখা গিয়েছিল। তিন দশক পর রজনীকান্তের সঙ্গে পর্দায় ফের জুটি বাঁধেন অমিতাভ।
১০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। সামনে অভিনেতাকে দেখা যাবে ঋভু দাশগুপ্তের কোর্টরুম ড্রামা ‘সেকশন ৮৪’-এ। নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়ালেও দেখা যাবে তাকে। দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি রিমেকেও কাজ করার কথা রয়েছে অভিনেতার।

Link copied!