বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেত্রী।
নিউজ১৮ বাংলার এক প্রতিবেদনে জানানো হয়েছে, শারীরিক অবস্থার অবণতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় ভূমি পেডনেকার।
সংবাদমাধ্যমটি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন ভূমি পেডনেকার। পোস্ট করা ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন বলিউড এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ডেঙ্গু মশা গত ৮ দিন প্রচন্ড নির্যাতন করেছে। আজ ঘুম ভাঙার পর দারুণ লাগছে। আর এজন্য সেলফি তুলেছি।’
এসময় ভক্তদের উদ্দেশ্যে অভিনেত্রী আরও লেখেন, ‘গত কয়েকটি দিন আমি এবং আমার পরিবার কঠিন সময় পার করেছি। এখন মশা তাড়ানো জরুরি। উচ্চ দূষণের কারণে আমাদের বেশিরভাগ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমেছে। সবার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখা দরকার। আমার পরিচিত বেশ কয়েকজন সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এটি পরিস্থিতি আরো খারাপ করেছে। আমার যত্ন নেওয়ার জন্য চিকিৎসকদের ধন্যবাদ।’
এর আগে টালিউডসহ বলিউডের বেশ কজন অভিনয়শিল্পীও ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়েছেন। এবার মুম্বাইয়েও ডেঙ্গুর থাবা বসাতে চিন্তিত নেটিজেন থেকে সাধারণ জনগণ। এদিকে ভূমির ভক্ত-অনুরাগীরা দ্রুত অভিনেত্রীর আরোগ্য কামনা করেছেন।