স্মরণকালের ভয়াবহ বন্যাকবলিত দেশ। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়িসহ আশপাশের জেলাগুলো প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে আছে অর্ধকোটির বেশি মানুষ। জোয়ারে ভাসিয়ে নিয়ে গেছে ঘরবাড়ি ও স্থাপনা। এই মানবিক বিপর্যয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন দেশের সব শ্রেণি-পেশার মানুষ। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেশের সংগীতশিল্পী, চলচ্চিত্র ও নাটকের শিল্পীরাও। এরই ধারাবাহিকতায় এবার বন্যার্তদের সহায়তায় হাত বাড়িয়ে সশরীরে বন্যার্তদের পাশে দাঁড়ালেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী।
তার নিজ এলাকা নোয়াখালীতে গিয়ে ত্রাণ বিতরণ করেছেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও পোস্ট করে ক্যাপশনে বুবলী লেখেন, ‘নোয়াখালী বন্যাকবলিত এলাকায়, বন্যার্ত মানুষগুলোকে কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো। আমার মতো করে আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে, কারণ এটা আমার মানসিক শান্তি’।
বুবলী আরও লেখেন, ‘সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্ত মানুষগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহারসামগ্রী জমা হয়েছে কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সব চেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থার খুব নাজুক অবস্থা গ্রামে। তাই সবাইকে অনুরোধ করবো বন্যার্তদের কাছে যেন তাদের প্রাপ্য উপহারসামগ্রীগুলো পৌঁছায় সেদিকে সবাই মিলে’।
এর আগে সামাজিক মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন বুবলী। বুবলী লিখেছিলেন, ‘নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুরসহ বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। লাখো মানুষ এবং অবলা প্রাণীরা বিপদগ্রস্ত। যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন।’