• ঢাকা
  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩০, ২৯ শা'বান ১৪৪৬

ওটিটিতে গ্ল্যামারাস চরিত্রে ববি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৯:৫৬ এএম
ওটিটিতে গ্ল্যামারাস চরিত্রে ববি
চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ছবি: ফেবুক থেকে

জনপ্রিয় চিত্রনায়িকা ববি হক। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘ময়ূরাক্ষী’। সিনেমাটি তেমন একটা ব্যবসায়িক সাফল্য পায়নি। 
এদিকে, নতুন বছরে তার অভিনীত ‘খোয়াব’ শিরোনামের একটি ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে বঙ্গতে। এতে বরাবরের মতো গ্ল্যামারাস চরিত্রে দেখা গেছে এ নায়িকাকে।

এদিকে, ২০২৫- এ এসে নতুন দু’টি সিনেমার সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন তিনি। এর একটি হলো- বদিউল আলম খোকনের ‘তছনছ’। আর অন্য ছবিটির নাম- ‘বউ’। কে এম নিলয়ের পরিচালনায় এতে তিনি অভিনয় করেছেন ডি এ তায়েবের বিপরীতে।

এদিকে, এ দু’টি সিনেমা নিয়েই বেশ আশাবাদী এ নায়িকা। কারণ করোনার পর থেকে সেভাবে সিনেমায় নিয়মিত হতে পারেননি তিনি। সেদিক থেকে এ বছরটিকে তিনি নিজের নয়া মিশনের বছর হিসেবে মনে করছেন।

ববি হক বলেন, ‘যে দু’টি সিনেমার কাজ করছি, তার গল্প খুবই সুন্দর। তা ছাড়া আমার চরিত্রও চ্যালেঞ্জিং। আশা করছি, ভালো কিছু হবে।’

এই নায়িকা আরও বলেন, “এখন আমার কাছে নারী প্রধান চরিত্রের প্রস্তাবই বেশি আসছে। এটা আমার জন্য ইতিবাচক দিক। আশা করছি, ভালো কিছু কাজ এ বছর উপহার দিতে পারবো।”

ওটিটিতে অভিনয় নিয়ে ববি বলেন, ‘খোয়াব’ থেকে ভালো সাড়া পাচ্ছি। ওটিটির বেশ কিছু নতুন কাজের প্রস্তাব রয়েছে। আশা করছি, এ মাধ্যমেও ভালো কিছু কাজ দর্শকদের উপহার দিতে পারবো।

Link copied!