ঢাকাই সিনেমার হাওয়া পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন সুসময়ের ইঙ্গিতই করছে। একে একে মুক্তি পাচ্ছে ভালো গল্পের সিনেমা। যা দর্শকমহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে। এরই ধারাবাহিকতায় মুক্তি পেতে চলেছে ‘মিশন এক্সট্রিম’ সিনেমার সিক্যুয়াল ‘ব্ল্যাক ওয়ার’।
মুক্তির আগে বছরের প্রথম দিন, অর্থাৎ ১ জানুয়ারি প্রকাশিত হয় এর ট্রেলার। যা ইতিমধ্যে প্রশংসিত হয়েছে দর্শক ও সমালোচক মহলে। ব্ল্যাক ওয়ার সিনেমাটি বছরের প্রথম সপ্তাহে মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে মুক্তি পাচ্ছে শুক্রবার (১৩ জানুয়ারি)।
মুক্তি উপলক্ষে ইতিমধ্যে সিনেমাটির শিল্পী-কলাকুশলীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এরই অংশ হিসেবে প্রায় প্রতিদিন কোথাও না কোথায় যাচ্ছেন ব্ল্যাক ওয়ার টিম।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাজধানীর মিরপুরের সনি সিনেমা হলে প্রিমিয়ার শোর আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা চিত্রনায়ক আরিফিন শুভ ও সাদিয়া নাবিলা। আরও উপস্থিত ছিলেন সময়ের আলোচিত চিত্রনায়ক সুমিত সেনগুপ্ত।
প্রিমিয়ারে উপস্থিত হয়ে আরেফিন শুভ বলেন, “`আমরা চেষ্টা করেছি ভালো কাজ করার। চেষ্টার কমতি ছিলো না। এখন সিনেমা মুক্তি পাচ্ছে ভালো লাগছে। তবে আরও ভালো লাগবে দর্শকদের মনে জায়গা করে নিতে পারলে।”
শুভর সঙ্গে যোগ করে চিত্রনায়ক সুমিত বলেন, “`বছরের শুরুটা ‘ব্ল্যাক ওয়ার’ দিয়ে হচ্ছে। আশা করি দর্শকের কাছে সিনেমাটি ভালো লাগবে। এখানে আমি পুলিশের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি ফুটিয়ে তুলতে গিয়ে পুলিশদের সম্পর্কে অনেক কিছু জানা হয়েছে। দর্শকদের অনুরোধ করবো সিনেমাটি দেখার জন্য।”
ব্ল্যাক ওয়ার’ সিনেমাটি কপ ক্রিয়েশনের প্রযোজনায় নির্মাণ করেছেন ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার।
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ।
এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’-এর প্রথম পর্ব।