ঢাকাই সিনেমার এক সময়ের দাপুটে নায়ক জসিমের আজ জন্মদিন। অনেকটা নীরবেই চলে যায় দিনটা। পারিবারিকভাবে ঘরোয়া আয়োজন থাকলেও কোনো আনুষ্ঠানিকতায় দেখা যায়নি কোথাও।
জসিমের পুরো নাম আবুল খায়ের জসিম উদ্দিন। জন্ম ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন জসিম।
জসিম ১৯৭২ সালে ‘দেবর’ চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক করেন। এই সিনেমাতে তিনি নির্মাতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হলেও পরিচিতি পান দেওয়ান নজরুল পরিচালিত ‘দোস্ত দুশমন’ চলচ্চিত্রে খলনায়কের অভিনয় করে। তবে খলনায়ক থেকে নায়ক হন ‘সবুজ সাথী’চলচ্চিত্রের মাধ্যমে। এরপর মৃত্যুর আগে পর্যন্ত নায়ক হিসেবেই অভিনয় চালিয়ে যান।
জসিম অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘দেবর’, ‘রংবাজ’, ‘দোস্ত দুশমন’, ‘বারুদ’, ‘বদলা’, ‘কসাই’, ‘দোস্তী’, ‘প্রতিহিংসা’, ‘মান-সম্মান’ ইত্যাদি।
কিংবদন্তী এই অভিনেতার নামে বিএফডিসিতে রয়েছে ‘মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম ফ্লোর’।