সদ্যোজাত কন্যাসন্তান দেবীকে নিয়ে মঙ্গলবার (১৫ নভেম্বর) বাড়ি ফিরলেন বিপাশা বসু ও তার স্বামী করণ সিং গ্রোভার।
এর আগে শনিবার (১২ নভেম্বর) মুম্বাইয়ের একটি হাসপাতালে বিপাশা জন্ম দেন প্রথম সন্তান। জন্মের পরই বিপাশা এবং করণ সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানের আগমনের খবর জানান সবাইকে।
উত্তর-পূর্ব মুম্বাই শহরের খার রোডের বাড়িতে সন্তানকে নিয়ে ফিরে এলেন এই দম্পতি। বাড়ির প্রবেশ মুখেই বিপাশা এবং করণ দেখতে পেলেন তাদের আগেই সেখানে উপস্থিত হয়েছেন ফটো সাংবাদিকরা।
বিপাশাকে দেখা গেল একটি গোলাপি টাওয়েলে কন্যাকে কোলে রেখেছেন। নিজে পরেছেন কালো-সাদার লম্বা ওয়ান পিস জামা। করণের গায়ে ছিল কালো টি-শার্ট ও বারমুডা। আর তার সঙ্গে সাদা স্পোর্টস জুতো।
গেটে উপস্থিত ফটো সাংবাদিকদের কন্যার মুখের ছবি তুলতে না দিলেও বিপাশা ও করণ পোজ দিয়েছেন।