বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে চলচ্চিত্র মাধ্যমে ভিন্ন ধরণের কাজ ‘বায়োগ্রাফি অব নজরুল’। এক ঘণ্টা ৩৪ মিনিটের পূর্ণদৈর্ঘ্য এই ডকুফিল্মটি ২০২০ সালের নভেম্বরে ঢাকার ব্লকবাস্টার সিনেমাস ও স্টার সিনেপ্লেক্সে মুক্তি পায়। এর প্রযোজক নজরুল সেন্টারের প্রতিষ্ঠাতা ড. আল-আমীন খান। ডকুফিল্মটি পরিচালনা করেছেন ফেরদৌস খান। যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়ারেন সিটির সিটি স্কয়ারে অনুষ্ঠিতব্য ১৪তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যালে ২২ জুলাই বিকেল ৭টায় এটি প্রদর্শিত হবে।
এ প্রসঙ্গে ‘বায়োগ্রাফি অব নজরুল’-এর নির্মাতা ফেরদৌস খান গণমাধ্যমকে বলেন, “বাংলাদেশি আমেরিকানদের মাঝে দেশীয় সংস্কৃতি তথা শেকড়ের বন্ধন অনুভবের একটা সুযোগ হবে। বাংলাদেশ আর নজরুল যে এক কবিতার পঙ্ক্তি তা জানতে পারবেন প্রবাসীরা।”
ডকুফিল্মটি প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে মতবিনিময় পর্বে অংশ নেবেন বলেও জানান ফেরদৌস খান।
দেশে তেমন আলোচিত না হলেও মার্কিন মুলুকে বাংলাদেশিদের মাঝে ‘বায়োগ্রাফি অব নজরুল’ কী প্রতিক্রিয়া সৃষ্টি করে সেটি দেখার অপেক্ষায় থাকবেন নজরুল ভক্তরা।