জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের কল্যাণে তহবিল সংগ্রহে কনসার্ট আয়োজন করা হচ্ছে কিশোরগঞ্জ জেলার ভৈরবে। ‘কনসার্ট ফর জুলাই ফাইটার্স’ শিরোনামের কনসার্টের আয়োজন করেছে বৈষম্যবিরোধী আন্দোলন, ভৈরব।
শুক্রবার, (২৪ জানুয়ারি) ভৈরব পৌর স্টেডিয়ামে গান শোনাবে ব্যান্ড অ্যাশেজ ও সোনার বাংলা সার্কাস। এ ছাড়া অ্যালগরিদম বাংলাদেশসহ একাধিক স্থানীয় শিল্পী এই কনসার্টে পারফর্ম করবেন। কনসার্টের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে কথা হয় ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিনের সঙ্গে।
তিনি বলেন, ‘কনসার্টের সার্বিক নিরাপত্তায় আমরা প্রস্তুতি সভা করেছি। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সাংবাদিক, রাজনীতিবিদ, আয়োজক অনেকের সঙ্গেই আমরা বসেছি। আয়োজনকে সফল করতে ইভেন্টের দিন বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভৈরবের প্রতিনিধি শরিফুল হক বলেন, ‘শেষ মুহূর্তের কিছু কাজ চলছে। ভৈরবের ইতিহাসের অন্যতম একটি বড় আয়োজন হতে যাচ্ছে এটি। তাই আয়োজনে কোনো কমতি রাখছি না আমরা।
কনসার্ট ছাড়াও আলোকচিত্র প্রদর্শনী হবে, যেখানে সারা দেশের আন্দোলনের সঙ্গে ভৈরবের সেই উত্তাল দিনগুলোর চিত্র তুলে ধরা হবে। আর এই আয়োজন থেকে আয় করা অর্থ জুলাই আন্দোলনে আহত ও নিহত ব্যক্তিদের কল্যাণে ব্যয় করা হবে।’