• ঢাকা
  • সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩০, ৯ রমজান ১৪৪৬

আইফায় সেরা ‘অমর সিং চমকিলা’, অভিনয়ে বাজিমাত কৃতি-বিক্রান্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৯:৩৫ এএম
আইফায় সেরা ‘অমর সিং চমকিলা’, অভিনয়ে বাজিমাত কৃতি-বিক্রান্ত
ছবি: সংগৃহীত

‘আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডস ২০২৫’ শনিবার (৮ মার্চ) জয়পুরে অনুষ্ঠিত হয়েছে । এই আয়োজনে অ্যামাজন প্রাইম ভিডিও ও নেটফ্লিক্সের বহু সিরিজ ও ছবি একাধিক পুরস্কার জিতেছে।

এক নজরে আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডস বিজয়ীদের তালিকা

চলচ্চিত্র বিভাগ
সেরা ছবি: অমর সিং চমকিলা

সেরা অভিনেতা (প্রধান নারী চরিত্র):  কৃতি শ্যানন (দো পাত্তি)

সেরা অভিনেতা (প্রধান পুরুষ চরিত্র): বিক্রান্ত ম্যাসি (সেক্টর ৩৬)

সেরা পরিচালক : ইমতিয়াজ আলি (অমর সিং চমকিলা)

সেরা পার্শ্ব চরিত্র (নারী): অনুপ্রিয়া গোয়েঙ্কা (বার্লিন)

সেরা পার্শ্ব চরিত্র (পুরুষ): দীপক দোব্রিয়াল (সেক্টর ৩৬)

সেরা মৌলিক গল্প: কণিকা ধিলোঁ (দো পাত্তি)

 

সিরিজ বিভাগ  

সেরা সিরিজ: পঞ্চায়েত সিজন ৩

সেরা অভিনেতা (প্রধান নারী চরিত্র): শ্রেয়া চৌধুরী (বন্দিশ ব্যান্ডিটস সিজন ২)

সেরা অভিনেতা (প্রধান পুরুষ চরিত্র): জিতেন্দ্র কুমার (পঞ্চায়েত সিজন ৩)

সেরা পরিচালক: দীপক কুমার মিশ্র (পঞ্চায়েত সিজন ৩)

সেরা পার্শ্ব চরিত্র (নারী): সঞ্জিদা শেখ (হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার)

সেরা পার্শ্ব চরিত্র (পুরুষ): ফয়সাল মালিক (পঞ্চায়েত সিজন ৩)


বিবিধ

সেরা গল্প অরিজিনাল (সিরিজ): কোটা ফ্যাক্টরি সিজন ৩

সেরা রিয়েলিটি বা নন-স্ক্রিপ্টেড সিরিজ: ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস

সেরা ডকু-সিরিজ বা ডকু ফিল্ম: ইয়ো ইয়ো হানি সিং: ফেমাস

বেস্ট টাইটেল ট্র্যাক: ইশক হ্যায়ের জন্য অনুরাগ সাইকিয়া (মিসম্যাচড সিজন ৩)

এই আইফা অ্যাওয়ার্ডটি মূলত ওয়েব মাধ্যমের সিরিজ ও ছবির জন্য ছিল। এরপর গ্র্যান্ড আইফা অ্যাওয়ার্ডস নাইট, রবিবার (৯ মার্চ) অনুষ্ঠিত হতে চলেছে। আইকনিক ছবি শোলের ৫০ বছর এবার। তাই বিশেষ উদযাপন হবে।

এবারের আইফা অ্যাওয়ার্ডসে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে। অন্যদিকে, কারিনা কাপুর খানকে আইফার মঞ্চে পারফর্ম করতে দেখা যাবে। তিনি তার দাদু কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরকে শ্রদ্ধা জানাবেন।

Link copied!