ভারতীয় চলচ্চিত্রের সেরা ও সর্বোচ্চ সম্মাননা ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। যেখানে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন আল্লু অর্জুন। সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট ও কৃতি শ্যানন।
ব্লকবাস্টার পুষ্পা: দ্য রাইজের জন্য আল্লু অর্জুন সেরা অভিনেতা নির্বাচিত হন। ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন আলিয়া ভাট। তার সঙ্গে ‘মিমি’ সিনেমার জন্য পুরস্কার পান কৃতি শ্যাননও। সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পান পল্লবী জোশী, ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার সৌজন্যে।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেরাদের নাম ঘোষণা করা হয়। জুরি প্রধান চলচ্চিত্র নির্মাতা কেতন মেহতা ফিচার ফিল্ম পুরস্কারপ্রাপ্তদের ঘোষণা করেন। সব মিলিয়ে ২৮ ভাষার ২৮০টি সিনেমার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এ পুরস্কার দেওয়া হয়েছে।
একনজরে সেরাদের তালিকা
সেরা হিন্দি ছবি- সর্দার উধম (সুজিত সরকার)
সেরা বাংলা ছবি- কালকক্ষ (শর্মিষ্ঠা মাইতি-রাজদীপ পাল)
সেরা সহ-অভিনেত্রী- পল্লবী যোশী (দ্য কাশ্মীর ফাইলস)
সেরা সহ-অভিনতা- পঙ্কজ ত্রিপাঠি (মিমি)
সেরা গায়িকা- শ্রেয়া ঘোষাল (গান-মায়াভা ছায়াভা, সিনেমা- ইরাভিন নিঝল)
সেরা গায়ক- কাল ভৈরব (গান-কোমুরাম ভীমুডু, সিনেমা-আরআরআর)
সেরা সংগীত পরিচালক- দেবী শ্রী প্রসাদ (পুষ্পা)
সেরা অভিনেত্রী- আলিয়া ভাট (গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি) এবং কৃতি শ্যানন (মিমি)
সেরা অভিনেতা- আল্লু অর্জুন (পুষ্পা)
সেরা পপুলার ফিল্ম- আরআরআর (এসএস রাজামৌলি)
সেরা সিনেমা- রকেট্রি দ্য নাম্বি এফেক্ট (নির্মাতা- আর মাধবন)