• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

নায়করাজের জন্যই বাংলা চলচ্চিত্রে দর্শক হয়েছে : ঝন্টু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৪, ০৭:৪২ পিএম
নায়করাজের জন্যই বাংলা চলচ্চিত্রে দর্শক হয়েছে : ঝন্টু
নায়করাজ রাজ্জাক, দেলোয়ার জাহান ঝন্টু । ছবি: সংগৃহীত

কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। বাংলা চলচ্চিত্রকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাওয়া এ মানুষটির জন্ম ১৯৪২ সালের আজকের এই দিনে (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গে কলকাতার টালিগঞ্জে। জন্মদিনে তাকে নিয়ে কথা বললেন দেশের খ্যাতিমান নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।
প্রয়াত এই মহানায়কের জন্মদিনে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘আমি বাংলা সিনেমার দর্শক হয়েছি রাজ্জাক ভাইয়ের জন্য। আগে উত্তম কুমার, সুচিত্র সেন, মধুবালা, দিলীপ কুমারের ছবি দেখতাম। রাজ্জাক ভাই চলচ্চিত্রে আসার পর উত্তম-সুচিত্রা সেনের কথা ভুলে গেলাম। দিলীপ কুমার-মধুবালা না হলেও চলে- এমন একটা অবস্থা। রাজ্জাক ভাই না থাকলে হয়তো আমি চলচ্চিত্রেই আসতাম না। তার ছবি দেখে আগ্রহ বেড়ে আমি চলচ্চিত্র বানাই। তার জন্যই বাংলা চলচ্চিত্রে দর্শক হয়েছে।’

নিজের জীবনের যত অর্জন আছে যেগুলোর পেছনে রাজ্জাকের অবদান আছে বলেও জানালেন দেলোয়ার জাহান ঝন্টু। তার কথায়, ‘রাজ্জাক ভাই বাংলা চলচ্চিত্রের জন্য যা করেছেন এটা আর বলার অপেক্ষা রাখেনা। আমি তাকে দেখে নির্মাতা হয়েছি। তার থেকে শিখেছি। আমি দেলোয়ার জাহান ঝন্টু প্রায় শ’খানের ছবি নির্মাণ করেছি। আমার জীবনের যত অর্জন তাতে রাজ্জাক ভাইয়েরও ভাগ আছে।’

দেলোয়ার জাহান ঝন্টু একাধারে তিনি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনীকার, চলচ্চিত্র সম্পাদক। তিনি লিডার চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেন। পাশাপাশি এটি প্রযোজনাও করেছেন তিনি। তার পরিচালিত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘বন্দুক’ এটি মুক্তি পায় ১৯৭৮ সালে। এরপর প্রায় ১০০টির বেশি চলচ্চিত্র পরিচালনা করেছেন। বর্তমানে তার পরিচালনায় নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক বিগ বাজেটের সিনেমা অপারেশন জ্যাকপট।
 

Link copied!