• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

কান চলচ্চিত্র উৎসবের জুরি প্রধান হচ্ছেন ‘বার্বি’ নির্মাতা গ্রেটা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৩, ০৫:০০ পিএম
কান চলচ্চিত্র উৎসবের জুরি প্রধান হচ্ছেন ‘বার্বি’ নির্মাতা গ্রেটা
‘বার্বি’র নির্মাতা গ্রেটা গারউইগ। ছবি: সংগৃহীত

আগামী মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া কান চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের প্রধানের দায়িত্ব পেয়েছেন ‘বার্বি’র নির্মাতা গ্রেটা গারউইগ। খবর  ফ্রান্স২৪ ডট কমের।

বৃহস্পতিবার (ডিসেম্বর) সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রথম মার্কিন নারী হিসেবে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে বিচারকের দায়িত্ব পেয়েছেন নির্মাতা গ্রেটা, শুধু তাই নয়, তিনি হতে যাচ্ছেন প্রধান বিচারক।  

১৯৬৬ সালে ৩১ বছর বয়সী অভিনেত্রী সোফিয়া লরেন খুব কম বয়সে কান চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারকদের দায়িত্ব পেয়েছিলেন। সোফিয়া লরেনের পর গ্রেটাই এত কম বয়সে মর্যাদাপূর্ণ কানে প্রধান বিচারকের দায়িত্ব পেলেন। ৪০ বছর বয়সী গ্রেটা সম্প্রতি ‍‍`বার্বি‍‍` (২০২৩) ছবিটি করে বেশ জনপ্রিয়তা পান। এছাড়াও তিনি ‍‍`লোল‍‍` (২০০৬),  ‘লেডি বার্ড’ (২০১৭), ‘লিটল উইম্যান’ (২০২০) প্রভৃতি ছবি তৈরি করেছেন।  

২০২৪ সালে ১৪ থেকে ২৫ মে পর্যন্ত কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনে অনুষ্ঠিত হবে কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসর। ৭৬তম আসরে মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দুইবার স্বর্ণপাম জয়ী সুইডিশ নির্মাতা রুবেন অস্টলান্ড।

 

Link copied!