মার্কিন অভিনেত্রী-নির্মাতা গ্রেটা গারউইগের জীবন পাতায় চলতি বছরটা যেন স্বর্ণখচিত। স্মৃতির অধ্যায়ে যুক্ত হচ্ছে একের পর এক মাইলফলক। জুলাইয়ে বক্স অফিসে ঝড় তুলেছেন তার নির্মিত সিনেমা ‘বার্বি’। এরপর কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে জুরি বোর্ডের প্রধানের দায়িত্ব পেয়েছেন। এবার বছর শেষে দীর্ঘদিনের প্রেমিক নির্মাতা নোয়া বাউমবাখকে বিয়ে করে আবারও চমক দিয়েল গ্রেটা। খবর মার্কিন ম্যাগাজিন পেজ সিক্স।
দীর্ঘ ১২ বছর ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন গ্রেটা ও বাউমবাখ। অবশেষে বিয়েটা সেরে ফেলেছেন তারা। আর এই শুভ কাজের আনুষ্ঠানিকতা হয়েছে ঐতিহ্যবাহী নিউইয়র্ক সিটি হলে। যদিও এ বিষয়ে নিজেদের তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি গ্রেটা-নোয়া।
২০১০ সালে ‘গ্রিনবার্ড’ সিনেমায় কাজ করতে গিয়ে তাদের পরিচয়। ২০১১ সাল থেকে প্রেমের সম্পর্কে জড়ান ৪০ বছর বয়সী গ্রেটা ও ৫৪ বছর বয়সী নোয়া। ২০১৯ সালে তাদের প্রথম সন্তান হারল্ড র্যালফের জন্ম হয়। গত জুলাইয়ে এলে ইউকেকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রেটা গারউইগ জানান, এই বছরের ফেব্রুয়ারিতে তাদের দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে। এরপর ২০২০ সালে এই জুটি অস্কারে মনোনয়ন পান।‘ম্যারেজ স্টোরি’ নিয়ে নোয়া ও ‘লিটল উইমেন’ নিয়ে গ্রেটা অস্কারের লালগালিচায় হেঁটেছিলেন। মাঝেমধ্যে গ্রেটা-নোয়া মিলেমিশে লিখেছেন বেশ কিছু সিনেমার চিত্রনাট্যও। সর্বশেষ সুপারহিট ‘বার্বি’ তারই নিদর্শন।