• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

লাকী আখান্দের সুরে বাপ্পার ‘ভবের নদী’ আসছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০১:৪৪ পিএম
লাকী আখান্দের সুরে বাপ্পার ‘ভবের নদী’ আসছে
লাকী আখান্দ, বাপ্পা মজুমদার। ছবি: কোলাজ

বরেণ্য সংগীতশিল্পী লাকী আখান্দের মৃত্যুর ৭ বছর পার হলো। এখনও তার রেখে যাওয়া সুরে নতুন গান প্রকাশ পাচ্ছে। এরই ধারাবাহিকতায় ‘ভবের নদী’ শিরোনামের নতুন একটি গান গাইলেন জনপ্রিয় সংগীত শিল্পী বাপ্পা মজুমদার। সঙ্গে ছিলেন সাঈদা শম্পা। 

লাকী আখান্দের সুরের ওপর গানটির সংগীতায়োজন করেছেন বাপ্পা নিজেই। গোলাম মোর্শেদের লেখা এই বিশেষ গানটি প্রকাশ হবে ৫ ডিসেম্বর ‘গান জানালা’ নামের ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে বাপ্পা বলেন, “লাকী আখান্দের সুর বরাবরই মন ছুঁয়ে যায়। আমার খুব ভালো লাগছে তার সুরে এমন একটি গান করতে পেরে। এ জন্য মোর্শেদ ভাইকে ধন্যবাদ জানাই। আমার সঙ্গে শম্পা দারুণ গেয়েছেন। আশা করছি শ্রোতাদের গানটি ভালো লাগবে।”

গীতিকার গোলাম মোর্শেদ বলেন, ‘‘বাপ্পাকে নিয়ে নতুন একটি গান করার পরিকল্পনা ছিলো। সেটি শেয়ার করতে গিয়ে বলি, লাকী ভাইয়ের সুর করা একটা গান আছে ‘ভবের নদী’ শিরোনামে। বাপ্পা বললো, বাহ্, সুন্দর কথা তো! এখনই কি একটু শোনা যাবে? বাপ্পা গানটা শুনলো এবং বললো খুব পছন্দ হয়েছে। এরপর বাপ্পা গানটার মিউজিক করে।”

গীতিকার গোলাম মোর্শেদ আরও বলেন, “আমার লেখা লাকী আখান্দ-সামিনার ‘আনন্দ চোখ’ এবং ফাহমিদা-বাপ্পার ‘এক মুঠো গান-১’ এবং ফাহমিদা-নিপোর ‘ইউসুফ জুলেখা’ এই তিনটি অ্যালবাম গত ২০ বছর থেকে আজ অবধি মানুষের মুখে মুখে। এ গানটিও সে ধারাবাহিকতা রক্ষা করবে বলে আমার মন বলছে।’’

২০১৭ সালের ২১ এপ্রিল ৬০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান লাকী আখান্দ। রেখে যান অসাধারণ সব গান। সিনেমায় ‘আবার এলো যে সন্ধ্যা’ থেকে অ্যালবামের ‘ভালোবেসে চলে যেও না’র মতো সমৃদ্ধ সুর, সংগীত ও কণ্ঠের অবদান রেখে গেছেন এই স্রষ্টা।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!