• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০, ১১ রজব ১৪৪৬

নিষিদ্ধ ‘মেকআপ’ মুক্তি পেল ২৩ হলে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ০৪:৪৭ পিএম
নিষিদ্ধ ‘মেকআপ’ মুক্তি পেল ২৩ হলে
‘মেকআপ’ সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

তিন বছর নিষিদ্ধ হয়ে থাকা ‘মেকআপ’ সিনেমা শুক্রবার (১০ জানুয়ারি) মুক্তি পেয়েছে দেশের ২৩টি হলে। সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন ।

ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করে সিনেমাটি। মাস দুয়েক আগে মুক্তির অনুমতি চেয়ে এ ছবিটি আবার চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়। অবশেষে সিনেমা থেকে কিছু অংশ বাদ দিয়ে মুক্তির অনুমতি দেয়া হয়। 
পরিচালক মামুন বলেন, ‘১ মিনিট কেটে নেওয়া হয়েছে। এটুকু অংশ কেটে নিলে সিনেমার কোনো ক্ষতিই হবে না। প্রযোজক চাচ্ছেন ছবিটি দর্শক দেখুক। তাই শুক্রবার থেকে ২৩টি সিনেমা হলে চলছে মেকআপ।’

চলচ্চিত্রটি তিন বছর আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল, এবার সিনেমা হলে চলবে।
সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, রোশান, রিয়েলী, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জী, বিশ্বনাথ।

Link copied!