২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (কেআইএফএফ) সেরা সিনেমার পুরষ্কার জিতেছে বাংলাদেশের ‘কুড়া পক্ষীর শূন্যে ওড়া’। ‘ইন্টারন্যাশনাল কম্পিটিশন: ইনোভেশন ইন মুভিং ইমেজ’ বিভাগে যৌথভাবে সেরা হয় সিনেমাটি।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে সিনেমার পরিচালক মুহাম্মদ কাইউম বলেন, “‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ কলকাতা উৎসবে পুরষ্কৃত হয়েছে। যা খুব ভালো লাগার খবর। এটা শুধু আমার নয়, আমাদের দেশের জন্যও গর্বের।”
এবারের কলকতা উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে নির্বাচিত হয় ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। প্রদর্শনীতে ছবিটি বেশ প্রশংসা কুড়িয়েছে কলকাতার দর্শকদের। দর্শকেরা ছবিটি মন দিয়ে দেখেছেন। ছবি দেখে তারা এর কাহিনি ও নির্মাণ নিয়ে ইতিবাচক আলোচনা করেছেন।
ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে হাওরের ধান কাটা কৃষক পরিবারের জীবন সংগ্রাম ও দরিদ্র কৃষকদের জীবিকার লড়াই নিয়ে।
গত ৪ নভেম্বর ছবিটি বাংলাদেশে প্রথম মুক্তি পায়। এটি পরিচালকেরও প্রথম ছবি। চলচ্চিত্রটির প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে পরিচালক জানান, একদল কৃষিশ্রমিক ধান কাটার কাজে হাওরে যাচ্ছে। হাওরে একটি পরিবারের চাষাবাদ ও অন্যান্য গৃহস্থালি কাজকর্ম করার বার্ষিক চুক্তিতে এ দলের সঙ্গে যাচ্ছেন যুবক সুলতান। অশীতিপর এক বৃদ্ধের সংসারে তার ঠাঁই হয়। এই পরিবারের একমাত্র ছেলে আগের বছর হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ে পড়ে মারা যাওয়ায় পরিবারে কর্মক্ষম আর কেউ নেই।
ধ্রুপদি চিত্রলোক নিবেদিত এ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির, সুমী ইসলাম, সামিয়া আখতার, বাদল শহীদ, মাহমুদ আলম, আবুল কালাম আজাদ প্রমুখ। এর সংগীতায়োজন করেছেন সাত্যকি ব্যানার্জি।