• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

বেতারের আর্কাইভে বন্দী হলেন ব্যান্ড তারকারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৪, ০৪:৩৪ পিএম
বেতারের আর্কাইভে বন্দী হলেন ব্যান্ড তারকারা
বাংলাদেশ বেতারে ব্যান্ড তারকারা। ছবি: বেতারের সৌজন্যে

সম্প্রতি বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিস-এর আর্কাইভে বন্দী হলেন ব্যান্ড তারকারা।  লায়লা পারভীন কেয়ার সঞ্চলনায় ‘প্রাণের মানুষ’ অনুষ্ঠানে অবসকিওর ব্যান্ডের প্রধান ভোকালিস্ট সাইদ হাসান টিপু, মাকসুদ ও ঢাকা ব্যান্ডের লীড ভোকাল লিস্ট মাকসুদুল হক এবং রেনেসাঁ ব্যান্ডের প্রধান ভোকাল লিস্ট নকিব খান এ অনুষ্ঠানে বন্দী হন। তারকারা জানান, ‘বেতরে আসার অভিজ্ঞতা এবং অনুষ্ঠানের আড্ডা তাদের ভীষণ ভালো লেগেছে।


‘প্রাণের মানুষ’ অনুষ্ঠানটির গবেষণা গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলেন লায়লা পারভীন কেয়া।  অনুষ্ঠান তত্ত্বাবধানে নাসিমা বেগম,  নির্দেশনায় রওনক জাহান, সার্বিকতত্ত্বাবধানে আনোয়ার হোসেন মৃধা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফারজানা। এছাড়াও  এ অনুষ্ঠানে এর আগে বন্দী হন বিভিন্ন সেক্টরের তারকারা।

Link copied!