তরুণ প্রজন্মে অভিনেত্রী ও মডেল সুবর্ণা সাঈদ সাংস্কৃতিক চর্চা নিয়েই মেতে থাকতে পছন্দ করেন। মাঝে মাঝেই অভিনয় করছেন বৈচিত্র্যময় বিভিন্ন ফিকশনে। সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘ব্যাচেলর ইন ট্রিপ‘ নামক চলচ্চিত্রে। আম্মাজান ফিল্মস প্রযোজিত চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা,কায়েস আরজু, কচি খন্দকার,তারেক মাহমুদ,মুকিত জাকারিয়া,মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি,আফফান মিতুল,নাসিম সাহনিক,রিতু দত্ত প্রমুখ।
সম্প্রতি আনকাট সার্টিফিকেট পেয়েছে চলচ্চিত্রটি। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে চলচ্চিত্রটি শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে। চলচ্চিত্রটিতে সুবর্ণা সাঈদ একজন ব্যাচেলর ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন। পৈতৃক সূত্রে পাওয়া ব্যবসা আর সম্পত্তির কারণে বেশ ধনী তিনি। ব্যবসা সামলাতে গিয়ে সময়মতো বিয়ে করা হয়নি। তাই ব্যাচেলর জীবনের ইতি টানার জন্য বেশ মনোযোগী তিনি।
গোয়েন্দাগিরিখ্যাত চলচ্চিত্র পরিচালক নাসিম সাহনিকের নতুন চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ‘। এটিএকটি ট্রাভেল স্টোরি। করোনা পরবর্তী সময়ে রিফ্রেশমেন্টের জন্য কুয়াকাটায় বেড়াতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রুপকে নিয়ে এই চলচ্চিত্রের কাহিনী এগিয়ে যায়। চলচ্চিত্রটিতে উঠে এসেছে করোনা পরবর্তী সময়ে মানুষের জীবনকে উপভোগ করার যে তাড়না, সেই বিষয়টি। জীবন যে মহামূল্যবান এই বোধটা সেই সময়ে মানুষের মাঝে বেশ জোড়ালোভাবে কাজ করেছে। মানুষের সেই আবেগটাই কুয়াকাটায় ঘুরতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এমনটাই জানালেন চলচ্চিত্রটির পরিচালক নাসিম সাহনিক।
পরিচালক আরও জানান, সুবর্ণা সাঈদ চলচ্চিত্রটিতে অনবদ্য অভিনয় করেছেন। দর্শক তাকে স্ক্রীনে দেখে আপ্লুত হবেন।
প্রযোজক মামুনুর ইসলাম জানান, এক ঝাঁক মেধাবী শিল্পীর আর কলাকুশলীদের সমন্বয়ে নির্মাণ করা হয়েছে ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রটি। মনোমুগ্ধকর লোকেশন আর শক্তিশালী চিত্রনাট্য চলচ্চিত্রটিকে দিয়েছে বিশেষ মাত্রা। সুবর্ণা সাঈদ তার সেরাটাই চলচ্চিত্রটিতে দিয়েছেন। যতটুকু সময় তিনি স্ক্রীনে ছিলেন বলা যায় অসাধারণ পারফরম্যান্স করেছেন। দর্শকের প্রতি অনুরোধ থাকবে সুন্দর এই চলচ্চিত্রটি উপভোগ করার।