• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩০,

বিজয়ের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে কী হাল হয়েছিল অনন্যার জানালেন বাবা চাঙ্কি পাণ্ডে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৩:০৩ পিএম
বিজয়ের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে কী হাল হয়েছিল অনন্যার জানালেন বাবা চাঙ্কি পাণ্ডে
বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ঘনিষ্ঠ অনন্যা পাণ্ডে। ছবি: সংগৃহীত

২০২২ সালে প্রথমবার ‘লাইগার’-এ জুটি বেঁধেছিলেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও অনন্যা পাণ্ডে। এই ছবির মাধ্যমেই বলিউডে যাত্রা শুরু করেন বিজয়। যদিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে পুরী জগন্নাথ পরিচালিত এই ছবি।

ছবিতে অভিনয় করে প্রশংসিত হওয়ার বদলে নেটিজেনদের চর্চায় ছিলেন দুই তারকা। সেই সময় বিজয়ের সঙ্গে অনন্যার প্রেমের গুঞ্জনও উঠেছিল। যদিও এই চর্চাকে কখনও গুরুত্ব দেননি তারা। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন অনন্যা পাণ্ডের বাবা চাঙ্কি পাণ্ডেও।

ছবিতে বিজয়ের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে নাকি অস্বস্তিতে পড়েছিলেন অনন্যা। এতদিন পর সেই কথা ফাঁস করলেন বাবা চাঙ্কি।

মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অনন্যা জানিয়েছিল, সে এই চরিত্রের তুলনায় বয়সে অনেকটাই ছোট। তাই এখনই এই চরিত্রে অভিনয়ের জন্য সাহস পাচ্ছিল না। আমিই জোর করে ওকে এই ছবি বেছে নিতে বলি। আমার মনে হয়েছিল ওর কেরিয়ারের জন্য এই ছবি খুব ভাল হবে।’

চাঙ্কি আরও বলেন, “যদিও আমার ভাবনা একটু নড়বড়ে ছিল। বক্স অফিসে ছবিটি তেমন ফল না করায় অনন্যা আমার উপর খুব রেগে গিয়েছিল। এমনকী আর কোনওদিন চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে আমার কথা শুনবে না বলেছিল।”

Link copied!