• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘আওয়াজ উডা’ কনসার্টে মাতবে শিল্পকলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ১০:৪৪ এএম
‘আওয়াজ উডা’ কনসার্টে মাতবে শিল্পকলা
র‍্যাপার হান্নান। ছবি: সংগৃহীত

‘আওয়াজ উডা’ শিরোনামে  কনসার্টে মাতবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চ।  শুক্রবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে এই কনসার্ট।

গণ–অভ্যুত্থানের গান নিয়ে  আওয়াজ উডা’ নামে একটি কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ। আগামীকাল সন্ধ্যা ছয়টায় নন্দন মঞ্চে এই আয়োজনে গাইবেন র‍্যাপার হান্নান।

ছাত্র-জনতার আন্দোলনে বেশ বড় ভূমিকা রেখেছিলেন দেশের সংগীতশিল্পীরা। তাদের মধ্যে শীর্ষে আছেন হান্নান হোসাইন শিমুল ওরফে র‍্যাপার হান্নান।

জুলাই-আগস্টে ছাত্রদের ওপর আক্রমণের প্রতিবাদে ‘আওয়াজ উডা’ নামের একটি গান বেঁধে আলোচনায় আসেন তিনি, গ্রেপ্তারও হয়েছিলেন। এই র‍্যাপার এবার গাইবেন শিল্পকলা একাডেমির মঞ্চে।

এছাড়া শিল্পকলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই আয়োজনে নিজেদের ভাষায় গান করবেন লুম্বিনী চাকমা, ধর্মচন্দ্রা তঞ্চঙ্গ্যা, ডিউক মুরমু ও সমাপন স্মাল।

আরও থাকছে নারীদের ব্যান্ড এফ মাইনর, ডিমোক্রেজি ক্লাউনস, সংগীতশিল্পী আহমেদ হাসান সানি।

এদিন অনুষ্ঠান উদ্বোধন করবেন মোহাম্মদ আশরাফুল (বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তি); বিশেষ অতিথি হিসেবে থাকবেন সামসি আরা জামান (বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত তাহির জামান প্রিয়র মা)। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।
 

Link copied!