অবরোধের দ্বিতীয় দিন রাতে রাজধানীর গুলশানে হামলা ও ভাঙচুরের মুখে পড়েছে নির্মাতা রেদওয়ান রনির গাড়ি। তবে ভাঙচুরের সময় গাড়িতে ছিলেন না এই নির্মাতা। হামলার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন রনি নিজেই।
বুধবার (১ নভেম্বর) এক ফেসবুক পোস্টে রনি লেখেন, ‘ভয়াবহ আতঙ্কিত। ভাঙচুর করা হলো গাড়িটা। একটু আগে আব্বু-আম্মু বারডেম হসপিটাল থেকে বাসায় ফিরছিলেন, গুলশান পুলিশ প্লাজার সামনে ২০ থেকে ৩০ জন হঠাৎ হামলা শুরু করে, গাড়ি ভাংচুর করে। কয়েকটি গাড়িতে আগুনও দেয়।’
নির্মাতা আরও লিখেছেন, ‘আমার মা-বাবা কোনোদিন এ রকম আতঙ্কিত পরিস্থিতিতে পড়েনি। দেশের অবস্থা কতটুকু ভালো বা খারাপ সেই প্রশ্ন এখন করার মন মানসিকতা নাই। তবে একটা প্রশ্ন মাথা থেকে সরাতে পারছি না, সময় কি এতই খারাপ যে, অসুস্থ মানুষ হসপিটালেও যেতে পারবে না?’
এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি ও অন্যান্য আইনি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে ভাবছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন রনি।