• ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০, ১৪ রমজান ১৪৪৬

৬০-এ তার বসন্ত আরও তুঙ্গে, দিলেন চমক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ১০:০৪ এএম
৬০-এ তার বসন্ত আরও তুঙ্গে, দিলেন চমক
গৌরী ও আমির

বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট ৬০ বছর পূর্ণ করলেন। জন্মদিনের এক ঘরোয়া সেলিব্রেশনের আয়োজন করে মুম্বাইয়ের পাপারাৎজি পরিবার। আর সেখানেই নতুন প্রেমিকার সঙ্গে আলাপ করিয়ে দেন আমির। যদিও পাপারাৎজিকে তিনি অনুরোধ জানান, যেন প্রেমিকার ছবি তোলা না হয়। কী করেন আমিরের প্রেমিকা?

তার নাম গৌরী স্প্রাট। তিনি আদতে একজন অ্যাংলো ইন্ডিয়ান। তার বাবা তামিল-ব্রিটিশ। মা পাঞ্জাবি-আইরিশ। যদিও নিজেকে ভারতীয় বলতেই পছন্দ করেন গৌরী। আমির খানের প্রযোজনা সংস্থার সঙ্গেই যুক্ত গৌরী। প্রায় দেড় বছর ধরে প্রেম করছেন আমির ও গৌরী। লন্ডন থেকে পড়াশোনা করেছেন।

আমির ও গৌরী একসঙ্গে বসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। তারা জানান, ২৫ বছর আগে দুজনের দেখা হয়েছিল এবং মাঝখানে যোগাযোগ হারিয়ে গিয়েছিল। তবে কয়েক বছর আগে তাঁদের আবার যোগাযোগ হয়।

আমির বলেন, ১৮ মাস ধরে তারা একসঙ্গে রয়েছেন। এরপর আমির মজা করে মিডিয়ার জন্য বলে ওঠেন, ‘দেখুন, কেমন আপনাদের কিছুই টের পেতে দিইনি!’ অভিনেতা আরও জানান যে গৌরীকে তিনি শোবিজের এই দুনিয়ার জন্য প্রস্তুত করার চেষ্টা করেছেন।

উল্লেখ্য, ২০২১ সালে আমির খান ও কিরণ রাও বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন। কিরণের আগে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। এই সুপারস্টারের দুই সংসারে তিন ছেলেমেয়ে রয়েছে। যাদের মধ্যে এরই মধ্যে বড় ছেলে জুনাইদ খানের বলিউডে অভিষেক হয়েছে। সূত্র : জি নিউজ

Link copied!