• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

পোশাক ডিজাইনার-অনুমোদনকারীকে গ্রেপ্তারের দাবি আসিফের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০১:১১ পিএম
পোশাক ডিজাইনার-অনুমোদনকারীকে গ্রেপ্তারের দাবি আসিফের
ছবি : সংগৃহীত

র‌্যাব, পুলিশ ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। পোশাকগুলো যারা ডিজাইন করেছেন এবং যারা অনুমোদন দিয়েছেন, তাদের গ্রেপ্তারের দাবি তুলেছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। মঙ্গলবার রাতে এই শিল্পী ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ দাবি জানান।

ওই পোস্টে একটি ছবি আপলোড করে আসিফ লিখেছেন, ‘তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুচিহীনতার অভিযোগে দ্রুত গ্রেপ্তার করা হোক।’

আসিফ আরও লিখেছেন, ‘মানসিক ডাক্তারদের মাধ্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের পাবনার হেমায়েতপুর পাগলা গারদে পাঠানোর অনুরোধ জানাচ্ছি।’

তবে আসিফ একা নন, তিন বাহিনীর নতুন পোশাকের ছবি প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অধিকাংশ মানুষই এ নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন। কারা এ ধরনের পোশাক ডিজাইন করলেন, কারাই বা অনুমোদন দিলেন, তা নিয়ে হচ্ছে ব্যাপক সমালোচনা।

এর আগে, গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ, র‌্যাব ও আনসারের নতুন পোশাকের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের নতুন পোশাক হবে ‘আয়রন’ রঙের, র‌্যাবের ‘অলিভ’ আর আনসার বাহিনীর ‘গোল্ডেন হুইট’ রঙের।

Link copied!