• ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩০, ১৪ রমজান ১৪৪৬

আছিয়ার কষ্ট ছুঁয়ে গেছে তারকার হৃদয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ১১:৪৬ এএম
আছিয়ার কষ্ট ছুঁয়ে গেছে তারকার হৃদয়
আছিয়ার কষ্ট ছুঁয়ে গেছে তাদের হৃদয়। ছবি: কোলাজ

মাগুরার ধর্ষিত হওয়া ৮ বছরের ছোট্ট মেয়ে আছিয়া মারা গেছে। অনেক চেষ্টার পরও তাকে বাঁচানো যায়নি। এই ঘটনায় গোটা দেশ স্তব্ধ, শোকে কাতর! সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকাদের মনেও গভীর রেখাপাত করেছে ঘটনাটি।

আছিয়ার কষ্ট ছুঁয়ে গেছে তারকাদের হৃদয়। সামাজিক যোগাযোগমাধ্যম সয়লাব আছিয়ার জন্য করুণ আর্তি আর নিদারুণ কষ্টের পোস্টে। তারকারাও দিয়েছেন শোক জানিয়ে পোস্ট। 

আছিয়ার মৃত্যুতে শোক জানিয়ে জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ লিখেছেন, ‘আছিয়া, তুমি ঘুমাও মা। যে অবর্ণনীয় কষ্টের ভেতর দিয়ে তোমাকে যেতে হয়েছে, আল্লাহ নিশ্চয়ই এর বিচার করবেন, এই জমিনেই করবেন। জান্নাতের মেহমান হিসেবে শান্তিতে এখন ঘুমাও, মা।’

শোক জানিয়ে প্রখ্যাত সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা লিখেছেন, ‘বেহেশতের ফুল আছিয়া, বেহেশতে চলে গেছে। আলহামদুলিল্লাহ।’

নায়িকা তমা মির্জা লিখেছেন, ‘শোনেন, পশু ধরে রেখে দেয় না, মেরে ফেলে। আবর্জনা পরিষ্কার করে ফেলতে হয়, রেখে দিয়ে দুর্গন্ধ ছড়াতে হয় না। দশ-বিশজন পশুরূপী অমানুষ না থাকলে আমাদের দেশের জনসংখ্যা কমবে না। ধর্ষক কেন বেঁচে থাকবে? হয় সঙ্গে সঙ্গে মারেন, না পারলে সাধারণ জনগণের কাছে দিয়ে দেন। কিন্তু বাঁচিয়ে রাইখেন না।’

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি লিখেছেন, ‘মাগুরায় নির্যাতিত শিশুটি আর নেই! আমরা বাকরূদ্ধ ও বিক্ষুব্ধ! আমরা শিশুটির কাছে ক্ষমাপ্রার্থী ও লজ্জিত!’

আলোচিত অভিনেত্রীরুকাইয়া জাহান চমক অপরাধীদের ফাঁসি চেয়ে লিখেছেন, ‘আগামী তিনদিনের মধ্যে আছিয়ার ধর্ষককে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে ফাঁসি দেয়া হোক। ধর্ষণের বিচারে দৃষ্টান্ত তৈরি করুক বাংলাদেশ।’

ইরফান সাজ্জাদ সৃষ্টিকর্তার কাছে বিচার দিয়ে লিখেছেন, ‘আল্লাহ আপনি বিচার কইরেন।’

শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ‘আছিয়ার মৃত্যু শুধুই একটা মৃত্যু নয়। বাংলাদেশের প্রতিটি শিশুর, প্রতিটি নারীর আজীবনের অভিশাপ। প্রতিটা সুস্থ পুরুষের নিজের মেয়ের কাছে আমৃত্যু ছোট হয়ে থাকা।’

শাহনাজ খুশি লিখেছেন, ‘এ শহরে আর কোনো কন‍্যার জন্ম না হোক। মাতৃহীন,ভগ্নিহীন,কন‍্যাহীন মরুভূমি হোক এদেশ। কুলাংগারের আবাদ হোক!’

ফারহান আহমেদ জোভান লিখেছেন, ‘আমাদের মাফ করে দিও আছিয়া। আমরা তোমাকে বাঁচাতে পারলাম না।’

উল্লেখ্য, ৬ মার্চ মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আছিয়া।

Link copied!