• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বছরের শুরুতেই আসছে অরুণার ‍‍‘অসম্ভব‍‍’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ০৪:৪৯ পিএম
বছরের শুরুতেই আসছে অরুণার ‍‍‘অসম্ভব‍‍’

প্রেক্ষাগৃহে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্র পেয়েছে অরুণা বিশ্বাস পরিচালিত অনুদানের সিনেমা ‍‍‘অসম্ভব‍‍’। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালনায় অভিষেক হচ্ছে অরুণার।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “‘অসম্ভব’ সিনেমাটি গত শনিবার সেন্সর পেয়েছে। সবকিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতে যেকোনো বিশেষ সময়ে এটি মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে।”

অরুণা বিশ্বাস আরও বলেন, “আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তথ্য মন্ত্রণালয়কে। কারণ, এই মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা আমার ওপর আস্থা রেখে আমাকে এই সিনেমাটি নির্মাণ করার জন্য সরকারি অনুদান দিয়েছেন। অনেক কষ্টের পর নির্মাণ শেষে যখন সেন্সর বোর্ডের সবাই খুব প্রশংসা করছিলেন তখন মনে হলো যে সত্যি সত্যি জীবনের একটি ধাপ অতিক্রম করতে পেরেছি।”

আকাঙ্ক্ষা প্রকাশ করে অভিনেত্রী বলেন,  “এখন শুধু একটাই চাওয়া- দর্শক যেন হলে গিয়ে সিনেমাটি দেখেন। তাহলেই সব কষ্ট স্বার্থক হবে। আমি ‍‍‘অসম্ভব‍‍’র সব শিল্পী কলাকুশলীর কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। তারা তাদের সেরা কাজটি উপহার দিয়েছেন।”

সিনেমায় অভিনয় করেছেন আবুল হায়াত, অরুণা বিশ্বাস, জোৎস্না বিশ্বাস, খলিলুর রহমান কাদেরী, শতাব্দী ওয়াদুদ, শাহেদ শরীফ খান, সোহানা সাবা, স্বাগতা, নূর প্রমুখ।

Link copied!