বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হয়েছে গত ১৯ এপ্রিল। সেই নির্বাচন ঘিরে এখনও উত্তেজনা তুঙ্গে। নিপুণের রিটের পর স্থগিত হয়েছে ডিপজলের পদ। ডিপজল-নিপুণ ইস্যুতে মন্তব্য করে আলোচনায় সংগঠনটির সহ-সভাপতি ডিএ তায়েবও। কারণ, নিপুণের বিরুদ্ধে ৬৪ জেলায় মামলা হতে পারে বলে জানান তায়েব।
এতোদিন কথা না বললেও শিল্পী সমিতির চলমান ইস্যু নিয়ে কথা বলেছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। সেই সঙ্গে শিল্পী সমিতি শিল্পীদের কী কাজে লাগে তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনন্ত জলিল ঘরনী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে চিত্রনায়িকা বর্ষা লিখেছেন, শিল্পী সমিতি শিল্পীদের জন্য কী কাজে লাগে, তা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। যা জানি তা আর বললাম না। পাবলিকের এখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার দরকার নাই। মানুষের এত ধৈর্য আছে?
এদিকে, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল আসন্ন ঈদুল আজহায় গাবতলী গরুর হাট ইজারা নিয়েছেন। শিল্পীদের গরুর হাটে চাকরি দেওয়ার কথা বলেছিলেন মিশা। যা নিয়ে সংবাদ প্রকাশের পর বিরক্তি প্রকাশ করেছেন মিশা।