• ঢাকা
  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৬

মালাইকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ০৩:৫১ পিএম
মালাইকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
অভিনেত্রী মালাইকা অরোরা। ছবি: সংগৃহীত

জনপ্রিয় বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। আদালতে হাজির না হওয়ায় মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

২০১২ সালের একটি মামলায় প্রত্যক্ষদর্শী হিসেবে তাকে হাজিরা দিতে বলা হলেও তা এড়িয়ে যান মালাইকা। আদালত তাই জামিনযোগ্য ধারায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, ২০১২ সালের ২১ ফেব্রুয়ারি মুম্বাইয়ের কোলাবার একটি পাঁচতারা হোটেলে এক এনআরআই ব্যবসায়ী ইকবাল শর্মার ওপর হামলার অভিযোগ ওঠে অভিনেতা সাইফ আলি খান, ব্যবসায়ী বিলাল আমরোহি ও মালাইকার ভগ্নীপতি শাহিল লাদাখের বিরুদ্ধে। সেই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে সাক্ষ্য দেয়ার জন্য ডাকা হয়েছিল মালাইকাকে।

সম্প্রতি এই মামলাটি ফের আদালতে তোলা হলে, গত ২৯ মার্চ বয়ান দেন মালাইকার বোন ও অভিনেত্রী অমৃতা আরোরা। তিনি আদালতে বলেন, আমরা সবাই মিলে হোটেলে ডিনারে ব্যস্ত ছিলাম। হঠাৎ করেই এক ব্যক্তি এসে চিৎকার করে বলেন, ‘চুপ করো!’ এতে সবাই চমকে উঠি। সাইফ তখনই উঠে দাঁড়িয়ে ক্ষমা চান এবং শান্তভাবে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন।

তিনি আরও জানান, ইকবাল নামের সেই ব্যক্তি কিছুক্ষণ পর ঘটনাস্থল ত্যাগ করলেও পরে সাইফ ওয়াশরুমে যাওয়ার সময় দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়।

ঘটনার পরবর্তী পর্যায়ে ইকবাল শর্মা সাইফের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। সাইফের দাবি, ওই ব্যবসায়ী তাদের টেবিলে এসে গালিগালাজ ও নারীদের উত্ত্যক্ত করছিলেন, যেখান থেকেই মূল সংঘর্ষের সূত্রপাত।

১৩ বছর আগের এই মামলায় এখনও বিচারপ্রক্রিয়া চলছে। তবে মালাইকা অরোরার অনুপস্থিতি মামলার অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়ায়, যে কারণে আদালত এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এখন দেখার বিষয়, পরোয়ানার প্রেক্ষিতে মালাইকা আদালতে হাজিরা দেন কিনা।

Link copied!