গ্রেপ্তারি পরোয়ানা যেন পিছুই ছাড়ছে না ভারতের প্রযোজক ও চলচ্চিত্র পরিচালক একতা কাপুরের। আবারও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বিহারের বেগুসরাইয়ের আদালত। একটি ওয়েব সিরিজের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন আদালত কর্তৃপক্ষ।
বুধবার (২৫ জানুয়ারি) এ সিদ্ধান্ত জানালেও শুক্রবার (২৭ জানুয়ারি) মিডিয়ায় এ তথ্য প্রকাশ পায়। তবে এবার একতার সঙ্গে তার মায়েরও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বেগুসরাইয়ের বাসিন্দা শম্ভু কুমার নামে এক সাবেক সেনাকর্মীর অভিযোগে এমন সিদ্ধান্ত গ্রহণ করে আদালত।
একতা ভারতীয় অভিনেতা জিতেন্দ্র ও শোভা কাপুরের কন্যা। তার ছোট ভাই তুষার কাপুরও একজন বলিউড অভিনেতা। তিনি জনপ্রিয় বালাজী টেলিফিল্মসের সহপরিচালন অধিকর্তা হিসেবেও মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপরিচিত। জনপ্রিয় এই ব্যক্তিত্ব প্রযোজক ও চলচ্চিত্র পরিচালক একতা কাপুরের বিরুদ্ধে শম্ভু কুমারের অভিযোগ হলো তার নির্মিত ওয়েব সিরিজ ‘ট্রিপল এক্স’ (সিজন-২)-এ সেনাকর্মীদের অপমান করা হয়েছে।
শুধু তা-ই নয়, সেনাবাহিনীদের পরিবারের অনুভূতিকেও এই ওয়েব সিরিজে আঘাত করা হয়েছে। দুই বছর আগেই এই অভিযোগ করেছিলেন শম্ভু। প্রাক্তন ওই সেনাকর্মী অভিযোগ করেন, ‘ট্রিপল এক্স’ নামে ওই ওয়েব সিরিজে এক সেনার স্ত্রীর সঙ্গে অন্য ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে একাধিক ‘আপত্তিকর’ দৃশ্য দেখানো হয়েছে, যা একজন সেনাকর্মী হিসাবে তাকে মর্মাহত করেছে।
এই অভিযোগের কারণে ২০২০ সালে ‘ট্রিপল এক্স’ নামে ওই ওয়েব সিরিজ থেকে পরিচালক একতা কাপুর অবশ্য আপত্তিকর দৃশ্যটি ছেঁটে ফেলে ভিডিও বার্তায় ক্ষমাও চেয়েছিলেন।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদন থেকে জানা যায়, এই মামলায় দ্রুত একতাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল বিচারক। যা পালন করেনি একতা। আদালত একতা কাপুর ও তার মা শোভা কাপুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
শম্ভুর আইনজীবী ঋষিকেশ জানান, তাই আদালত একতা কাপুর ও তার মা শোভা কাপুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।