পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের একক কনসার্ট ২১ ডিসেম্বর। জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে ঢাকার মঞ্চে গাইবেন তিনি। আলোচিত এই কনসার্টের টিকিট ইতোমধ্যেই অনলাইনে শ্রোতাদের জন্য উন্মুক্ত করেছে আয়োজক প্ল্যাটফর্ম ‘স্পিরিটস অফ জুলাই’। বিনা পারিশ্রমিকে ঢাকায় গাইতে আসছেন রাহাত ফতেহ আলী খান।
এরই মধ্যে আর্মি স্টেডিয়ামের কনসার্ট নিয়ে সুখবর দিল বাংলাদেশ সেনাবাহিনী। এই আয়োজনে আর্মি স্টেডিয়ামের কোনো ভাড়া নিচ্ছে না সেনাবাহিনী।
মূলত চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী কর্তৃক ‘স্পিরিটস অব জুলাই’ নামক এক প্ল্যাটফরমের মাধ্যমে ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে। এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে।
জুলাই আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে সহায়তার মহৎ উদ্দেশ্য নিয়ে এই আয়োজন করার কারণে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড কর্তৃক আর্মি স্টেডিয়ামের সম্পূর্ণ ভাড়া মওকুফ হয়েছে বলে জানানো হয়েছে। অর্থাৎ কনসার্ট থেকে আয়কৃত যে পরিমাণ অর্থ আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করতে পারতাম, ভেন্যু ভাড়া মওকুফ হওয়ায় আমরা তার চেয়ে বেশি অর্থ প্রদান করতে পারব বলে আশা প্রকাশ করছি।
এ ক্ষেত্রে আমাদের উদ্যোগের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীরও বিশাল কন্ট্রিবিউশন যুক্ত হলো, যা ভবিষ্যতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আমাদের বিশ্বাস।
এদিকে গত সোমবার (৯ ডিসেম্বর) রাত থেকে চ্যারিটি কনসার্ট ‘ইকোস অব রেভল্যুশন’-এর টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট বিক্রি চলবে আগামী ১৮ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত। মোট তিনটি ক্যাটাগরিতে কনসার্টের টিকিট বিক্রি হচ্ছে। কনসার্টের টিকিট ক্রয়ের প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই করা হচ্ছে।
‘স্পিরিটস অব জুলাই’ আয়োজিত এই কনসার্টে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলী খান মূল আকর্ষণ হিসেবে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন।
দেশের ব্যান্ডের মধ্যে গাইবেন- আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা পারফরম করবেন। এর বাইরে জনপ্রিয় র্যাপ সংগীতশিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও দর্শক মাতাবে।
সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরো বিভিন্ন কর্নার থাকবে।