ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান-ভারতের হাই ভোল্টেজ ম্যাচের আগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন অরিজিৎ সিং, শংকর মহাদেবন ও সুখবিন্দর সিং।
বিসিসিআইয়ের টুইটে জানানো হয়, ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হবে একটি বিশেষ পারফরম্যান্স দিয়ে। সবাই তৈরি হয়ে যান এই দারুণ গানের অনুষ্ঠানের জন্য। অরিজিৎ সিং এদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গান গাইবেন। সেই অনুষ্ঠানের সময় দিয়ে দেওয়া হয়েছে। এরপর আরও দুটি টুইট করে জানানো হয় যে সুখবিন্দর সিং ও শংকর মহাদেবনও এদিন পারফর্ম করবেন।
ভারত-পাকিস্তানের ম্যাচের টিকিট নিয়ে এমনিতেই ভক্তদের ব্যাপক আগ্রহ থাকে। এই ম্যাচের আগে সংগীতানুষ্ঠানের আয়োজন সেই আগ্রহ আরও বাড়িয়ে দেবে, সন্দেহ নেই। এদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচ উপলক্ষে আহমেদাবাদে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার দায়িত্বে আছেন ১১ হাজারের বেশি গুজরাট পুলিশ, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, র্যাপিড অ্যাকশন ফোর্স ও হোম গার্ডের সদস্যরা।
বাংলাদেশ সময় ২টা ৩০মিনিটে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।